বিসিসি’র নির্বাচনে ৫ মেয়র সহ ৪৬ জনের মনোনয়ন জমা বিসিসি’র নির্বাচনে ৫ মেয়র সহ ৪৬ জনের মনোনয়ন জমা - ajkerparibartan.com
বিসিসি’র নির্বাচনে ৫ মেয়র সহ ৪৬ জনের মনোনয়ন জমা

6:53 pm , June 27, 2018

রুবেল খান ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন দাখিলের আজ বৃহস্পতিবার শেষ দিন। আজ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ার মনোনয়নপত্র জমা দেবেন। গতকাল বুধবার মেয়র সহ মোট ৫১ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন। যার মধ্যে মেয়র প্রার্থী ৫ জন। বাকি ৪৬টি মনোনয়নপত্র জমা হয়েছে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে। এরা সবাই নির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মুজিবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

গতকাল বুধবার মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন- জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস, পার্টির সম্ভাব্য বিদ্রহী প্রার্থী জাতিয় পার্টি বরিশাল সদর উপজেলার সভাপতি বশির আহমদে ঝুনু, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মনোনীত প্রার্থী ও ইসলামী আন্দোলন বরিশাল জেলার সাবেক সভাপতি মাওলানা ওবায়েদুর রহমান মাহবুব, বামপন্থি রাজনৈতিক সংগঠন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)’র প্রার্থী বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী ও কমিউনিস্ট পার্টি’র প্রার্থী এবং বরিশাল জেলা কমিটির সভাপতি এ্যাড. এ.কে আজাদ।

গতকাল মনোনয়ন দাখিল পরবর্তী জাতীয় পার্টি মনোনিত মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন, পার্টি’র চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ আমার উপর ভরসা করে দলের টিকেট দিয়েছেন। তাই নাঙ্গল প্রতীক নিয়ে বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি। আমার বিশ্বাস বরিশালের ভোটাররা দুই দলের কাদা ছোড়াছুড়ির মধ্যে থেকে বেরিয়ে এসে পল্লীবন্ধু এরশাদের লাঙ্গল মার্কায় ভোট দিবে। বরিশালে সুষ্ঠু নির্বাচন হলে লাঙ্গল মার্কার বিজয় নিশ্চিত বলে আশা ব্যক্ত করেন তিনি।

এদিকে মেয়র পদে মনোনয়ন জমা দেয়া বরিশাল সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জেলা জাপার যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ ঝুনু বলেন, পার্টির দুঃসময়ে আমি মাঠে ছিলাম। জেল, ঝুলুম এবং হামলা মামলার শিকার হয়েছি পার্টির জন্য। বিনিময় পার্টি থেকে কিছুই পাইনি। তাই আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আমি দলের মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু দল আমাকে মূল্যায়ন করেনি। বরং পার্টির স্থানীয় একটি মহল তথা কথিত একজন কেন্দ্রীয় নেতাকে দলের মনোনয় পাইয়ে দিয়েছে। যাকে দলের বরিশালের মানুষ তো দুরের কথা পার্টির নেতা-কর্মীরাই চেনে না।

বশির আহমেদ ঝুনু বলেন, পার্টি আমাকে মনোনয়ন বঞ্ছিত করলেও আমি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছি। পার্টির বিদ্রোহী নয়, বরং একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করবো। আশাকরি বরিশালবাসি তাদের গোপন ব্যালটের মাধ্যমে আমাকে বিজয়ী করবেন। আর আমি মেয়র পদে জয়লাভ করতে পারলে সবাইকে সাথে নিয়ে বরিশাল নগরীকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত হিসেবে গড়ে তুলবো।

এদিকে বেলা সাড়ে ১২টার দিকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ সমাজতন্ত্রিক দল (বাসদ) প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী। গরিব দুঃখি ও মেহনতী মানুষের উন্নয়নের শ্লোগান নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলা মনীষা চক্রবর্তী বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের প্রথম নারী প্রার্থী। বরিশাল সিটি কর্পোরেশন গঠনের পরে অনুষ্ঠিত গত তিনটি পরিষদের নির্বাচনে মেয়র পদে কোন নারী প্রার্থী ছিলেন না। অবৈধ ও কালো টাকার বিরুদ্ধে মাটির ব্যাংকে জমানো টাকায় নির্বাচনের মাধ্যমে নারী ও সুবিধা বঞ্ছিত মেহনতী মানুষ ও নগর উন্নয়নের সার্থে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন।

এদিকে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও বিসিসি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মুজিবুর রহমান বলেন, আজ বৃহস্পতিবার বরিশাল সিটি নির্বাচনের মনোনয়পত্র দাখিলের শেষ দিন। সে হিসেবে গতকাল বুধবার পর্যন্ত মেয়র পদে মোট ৯ জন মনোনয়পত্র সংগ্রহ করেন। যার মধ্যে জাতীয় পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, বাসদ ও সিপিবি’র তিন প্রার্থী এবং একজন সতন্ত্র প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

তিনি জানান, সাধারণ কাউন্সিলর পদে মোট ১৪০টি মনোনয়ন বিক্রি হলেও গতকাল পর্যন্ত ৩০ জন প্রার্থী জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৮ জন সংগ্রহ করলেও জমা হয়েছে মোট ১৬টি। বাকিদের মনোনয়ন জমা দেয়ার জন্য আজ বৃহস্পতিবার পর্যন্ত সময় রয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার।

অপরদিকে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিএনপি মনোনিত প্রার্থী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও মহানগর কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাড. মজিবর রহমান সরোয়ার, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিছ আক্তার জাহান শিরিন, খেলাফত মজলিস মনোনিত প্রার্থী একেএম মাহবুব আলম নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও তারা কেউ গতকাল পর্যন্ত তাদের মনোনয়ন পত্র জমা দেননি। অবশ্য এদের মধ্যে বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিছ আক্তার জাহান শিরিন মনোনয়নপত্র সংগ্রহ করলেও দলীয় সিদ্ধান্ত মানতে তা জমা দিবেন না বলে জানাগেছে। বাকি যে তিন জন রয়েছেন তাদের মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপি’র প্রার্থী আজ তাদের মনোনয়ন পত্র জমা দিবেন। বাকি একজনের বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT