7:03 pm , June 26, 2018
রুবেল খান ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি’র মনোনিত দুই মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও এ্যাড. মজিবর রহমান সরোয়ার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই দুই প্রার্থীর পক্ষে জেলা ও মহানগর আওয়ামী এবং বিএনপি’র জ্যেষ্ঠ নেতৃবৃন্দ নির্বাচন কমিশন থেকে মনোনয়ন সংগ্রহ করেন। এদের মধ্যে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং গত সোমবার বিএনপি মনোনিত প্রার্থী ও বিএনপি’র যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার’র মনোনয়ন সংগ্রহ করেন। আওয়ামী লীগ ও বিএনপি’র এই দুই হেভিওয়েট প্রার্থী আজ এবং আগামীকাল মনোনয়নপত্র দাখিল করবেন বলে সূত্র নিশ্চিত করেছে।
এদিকে মনোনয়নপত্র সংগ্রহ করা আওয়ামী লীগ ও বিএনপি মনোনিত প্রার্থী সহ এ পর্যন্ত ৮ জন নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাছাড়া ৩০টি ওয়ার্ড এবং সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়ন সংগ্রহকারীদের সংখ্যা বেড়েছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত ওই দুটি পদের বিপরিতে মোট ১৭৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যার মধ্যে সাধারন কাউন্সিলর পদে ১৩৪ এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৪০ জন। সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার জন্য আজ এবং কাল পর্যন্ত দু’দিন সময় পাবেন বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মুজিবুর রহমান।
তিনি জানিয়েছেন, মনোনয়নপত্র বিতরন জমা দানের ১২ তম দিনে বিভিন্ন দলের ৮ নেতা নির্বাচন কমিশন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। যাদের মধ্যে সর্বশেষ গতকাল মঙ্গলবার দু’জন প্রার্থী মনোনয়পত্র সংগ্রহ করেছেন। এরা হলেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং খেলাফত মজলিস এর মেয়র প্রার্থী একেএম মাহবুব আলম। সেরনিয়বাত সাদিক আবদুল্লাহ’র পক্ষে গতকাল বিকেলে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মুজিবুর রহমান’র কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ কালে অন্যান্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গীর, সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আফজালুল করিম, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, গৌরনদী’র পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, জেলা যুবলীগের সভাপতি মো. জাকির হোসেন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন জুয়েল প্রমুখ।
এর আগে গত সোমবার বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, মহানগরের সভাপতি ও বিসিসি’র সাবেক মেয়র ও সদর আসনের এমপি আলহাজ্ব এ্যাড. মজিবর রহমান সরোয়ার’র মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মজিবর রহমান সরোয়ারের অনুপস্থিতিতে তার পক্ষে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র সংগ্রহ করেন মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর পূর্বে আরো ৫ প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। গত রোববার মনোনয়পত্র সংগ্রহ করেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনিত মেয়র প্রার্থী ও জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। তার আগে মেয়র পদে নির্বাচন কমিশনের মনোনয়পত্র সংগ্রহ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিছ আক্তার জাহান খান শিরিন, জাতীয় পার্টি মনোনিত প্রার্থী মো. ইকবাল হোসেন তাপস, চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনিত প্রার্থী মাওলানা ওবায়েদুর রহমান মাহবুব ও বামপন্থি সংগঠন কমিউনিস্ট পার্টি বরিশাল জেলার সভাপতি এ্যাড. এ.কে আজাদ।
এদিকে সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মুজিবুর রহমান বলেন, এ পর্যন্ত ৮ মেয়র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও মঙ্গলবার পর্যন্ত তারা কেউ তা দাখিল করেননি। তবে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে এরই মধ্যে অনেকে তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। যারা এখনো জমা দেননি তারা আজ বুধবার এবং আগামী কাল বৃহস্পতিবার অর্থাৎ ২৮ জুনের মধ্যে জমা দিতে পারবেন। ওই তারিখের পরে কোন প্রার্থীর মনোনয়ন গ্রহন করা হবে না।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গীর হোসেন বলেন, মঙ্গলবার আমরা আমাদের দলীয় প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র পক্ষে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আগামী কাল অর্থাৎ ২৮ জুন তার মনোনয়নপত্র জমা দেয়া হবে। তাছাড়া আজ বুধবার বিএনপি’র দলীয় মেয়র প্রার্থী আলহাজ্ব এ্যাড. মজিবর রহমান সরোয়ার’র মনোনয়নপত্র জমা দেয়ার কথা রয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা থেকে ফিরে মনোনয়ন ফরম পুরন সহ সংশ্লিষ্ট বিষয়ে প্রস্তুতি নেন তিনি। দলের নেতারা জানিয়েছেন কোন কারনে আজ বুধবার মনোনয়ন ফরম জমা দিতে বিলম্ব হলে আগামী কাল ২৮ জুন মনোনয়ন জমা দিবেন তাদের প্রার্থী।
উল্লেখ্য আগামী ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। এর আগে ২৮ জুন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবে সম্ভাব্য প্রার্থীরা। ১ ও ২ জুলাই যাচাই বাছাই শেষ হবে। এর পর ৯ জুলাই পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সময় পাবেন সম্ভাব্য প্রার্থীরা। আর পর প্রতীক বরাদ্দ দেয়ার মধ্যে দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারনা শুরু হবে। এবার বরিশাল সিটি কর্পোরেশনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন এবং নারী ভোটার সংখ্যা ১ লাখ ২০ হাজার ৭৩০ জন। হিসাব অনুযায়ী বরিশাল সিটিতে নারী ভোটারের তুলনায় পুরুষ ভোটার ৭০৬ জন বেশি।