7:01 pm , June 26, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ ক্ষমতায় আছি বলে বসে থাকলে চলবে না। ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে। তাদের কাছে ভোট ভিক্ষা চাইতে হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ৩০ ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের সাথে মতবিনিময় কালে মহানগর আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ নেতৃবৃন্দ প্রার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেছেন। নগরীর কালিবাড়ি রোডে সেরনিয়াবাত ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল। এতে অন্যান্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আফজালুল করিম, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু উপস্থিত ছিলেন।
কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময় কালে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছেন, ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলর নির্বাচনের জন্য অনেকেই দলের সমর্থন চেয়েছিলেন। কিন্তু তাদের মধ্যে থেকে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৮ জনকে সমর্থন দেয়া হয়েছে। যারা দলের সমর্থন পাননি তাদের মনে কষ্ট থাকতে পারে। তাদের সেই মনকষ্ট দুর করার দায়িত্ব দলের সমর্থন পাওয়া কাউন্সিলর প্রার্থীদের। কারোর সাথে কোন বিরোধ থাকলে তা নির্বাচনের আগেই মিটিয়ে তাদের নিয়ে প্রচার প্রচারনায় নামতে হবে। মনে রাখতে হবে আওয়ামী লীগ শান্তিপূর্ন ভোট অনুষ্ঠানে বিশ্বাস। কোন বিশৃঙ্খলা চলবে না।
তারা বলেন, ভোট জনগনের অধিকার। তাদের বুঝিয়ে শুনিয়ে ভোট আনতে হবে। সরকারের উন্নয়নগুলো তাদের সামনে তুলে ধরতে হবে। কোন ভোটার কষ্ট পাক এমন কোন কাজ করা যাবে না। প্রয়োজনে একজন ভোটারের কাছে বার বার যেতে হবে তার একটি ভোটের জন্য। আওয়ামী লীগের নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।