7:00 pm , June 26, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ দলীয় মনোনয়ন নিয়ে নগরীতে ফিরেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব য়ের প্রার্থী আলহাজ্ব এ্যাড. মজিবর রহমান সরোয়ার। গতকাল মঙ্গলবার তিনি বিমান যোগে নগরীতে ফিরেছেন। এসময় কিছু সংখ্যক নেতা-কর্মী বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানিয়েছে। তবে নির্বাচন আচরন বিধি লঙ্ঘন এবং জনদুর্ভোগের কথা ভেবে কোন সংবর্ধনা কিংবা শোডাউন ছাড়াই একাকি নগরীর কাউনিয়াস্থ নিজ বাসভবনে যান সরোয়ার। তবে বিমান বন্দরে নেতা-কর্মীদের অনুপস্থিতি থাকলে মজিবর রহমান সরোয়ারকে অভিনন্দন জানাতে তার বাস ভবনে জড়ো হয় শত শত নেতা-কর্মী। সেখানে তারা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ারের সাথে কুশল বিনিময় এবং তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এর আগে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ৮ জন মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মজিবর রহমান সরোয়ারকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনিত করা হয়। দলের হাই কমান্ডের নির্দেশে মনোনয়ন সংগ্রহ না করলেও বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ মজিবর রহমান সরোয়ারকে ডেকে নিয়ে সাক্ষাত গ্রহন করেন। রাজনৈতিক প্রেক্ষাপট ও দলের সংকটময় মুহুর্তে বরিশালে বিএনপি’র অবস্থান টিকিয়ে রাখতে মজিবর রহমান সরোয়ারকে ধানের শীষের মনোনয়ন দেয়া হয়। দলের মনোনয়ন নিয়ে গতকাল মঙ্গলবার তিনি বিমান যোগে বরিশালে ফিরে আসেন। বরিশালে তাকে সংবর্ধনার আয়োজন করা হলেও দলের চেয়ারাপার্সন জেলে থাকার, পাশাপাশি জনদুর্ভোগ ও নির্বাচন আচরনবিধি লঙ্ঘন হবে ভেবে সংবর্ধনা গ্রহন করেননি। এমনকি তাকে গ্রহন করতে কোন নেতা-কর্মীকে বিমান বন্দরে না যাবার জন্যও বলেন। যে কারনে মজিবর রহমান সরোয়ারের আগমনের অপেক্ষায় তার বাসভবনে সকাল থেকেই শত শত নেতা-কর্মী ভীর জমায়।