6:59 pm , June 26, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ আজ দানবীর অমৃত লাল দে-এর ৯৩তম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষে আজ সকালে অমৃত লাল দে-এর সমাধি মন্দিরে পুষ্পার্ঘ্য অর্পন এবং সন্ধ্যায় নগরীর ধর্মরক্ষিণীসভাগৃহে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অমৃত লাল দে মানবতার আদর্শকে অনুসরণ করে দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছেন, স্থান করে নিয়েছেন সাধারণ মানুষের হৃদয়ে। সংকীর্ণতা বিবর্জিত মানবহিতৈষী জনহিতকর কাজের জন্য তিনি প্রশংসনীয় এবং সর্বস্তরের জনসাধারণের কাছে সমাদৃত। সমাজের কল্যাণের জন্য তাঁর নিঃস্বার্থ কর্মকা- সমাজে দৃষ্টান্তস্বরূপ। লোকহিতৈষী, সত্যপরায়ণ অমৃত লাল দে মননশীল দৃষ্টিভঙ্গি নিয়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মসজিদ-মন্দির-শিক্ষা প্রতিষ্ঠানে সহায়তা প্রদানে কার্পণ্য করেননি। তিনি কর্ম জীবনে যে অসাধারণ নিষ্ঠা, আত্মপ্রত্যয় ও কর্মদক্ষতা দেখিয়েছেন তার তুলনা মেলা ভার। মহৎপ্রাণ অমৃত লাল দে-এর জীবন মানবিক আদর্শ। কর্মই হচ্ছে তাঁর ধর্ম। তাঁর কর্ম সৎজীবন গঠনের অনুপ্রেরণা। মানব প্রেমের বন্ধনে মানুষে মানুষে সম্মিলন তাঁর ভাবনা। দুস্থ মানবতার সেবা তাঁর অভ্যাস। সর্বজীবের প্রতি দয়া তাঁর মহানুভবতা। শিক্ষা তাঁর একাগ্র ইচ্ছা। ধর্ম তাঁর কাছে মানবাত্মার সাথে ঈশ্বরাত্মার মিলন। ত্যাগ তাঁর ভূষণ। লোভ-মোহ-হিংসায় তাঁর ঘৃণা। বৈরাগ্য-সরলতা ছিল তাঁর অহংকার। এসব কারণে তিনি মানবসেবায় নিয়োজিত করেছেন নিজেকে। ১৯২৪ খ্রিস্টাব্দের ২৭জুন/১৩ই আষাঢ় ১৩৩১ বঙ্গাব্দ শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার চ-ীপুরের পাঁচগাঁও গ্রামে অমৃত লাল দে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রাসমোহন দে, মা সারদা সুন্দরী দে। ১৯৯৩ সালের ১৪ জুন/৩০শে জ্যৈষ্ঠ ১৪০০ বঙ্গাব্দ তিনি পরলোকগমন করেন।