আজ নগরীতে আসছেন বিএনপি’র প্রার্থী সরোয়ার শোডাউন ও সংবর্ধনা বর্জন আজ নগরীতে আসছেন বিএনপি’র প্রার্থী সরোয়ার শোডাউন ও সংবর্ধনা বর্জন - ajkerparibartan.com
আজ নগরীতে আসছেন বিএনপি’র প্রার্থী সরোয়ার শোডাউন ও সংবর্ধনা বর্জন

6:09 pm , June 25, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ দলের মনোনয়ন নিয়ে আজ বরিশালে আসছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও মহানগর কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাড. মজিবর রহমান সরোয়ার। দলের মনোনয়ন পাওয়ায় তাকে সংবর্ধণার আয়োজন করেছে মহানগর বিএনপি। তবে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া করাগারে থাকায় এবং জনদুর্ভোগের কথা ভেবে সংবর্ধনা গ্রহন করবে না বলে জানিয়েছেন এ্যাড. সরোয়ার। এর আগে গত ২৪ জুন বরিশাল সিটি কর্পোরেশনে মেয়র পদে ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার’র নাম ঘোষনা করেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমলগীর। বরিশাল সিটিতে দলের একাধিক নেতা মনোনয়ন দাবী করলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং বরিশালে বিএনপি’র অবস্থান ধরে রাখতে মজিবর রহমান সরোয়ারকে হাই কমান্ডের নির্দেশে মেয়র প্রার্থী করা হয়। দলের সিদ্ধান্ত মেনে নিয়ে মজিবর রহমান সরোয়ারকে সমর্থন জানান মনোনয়ন প্রত্যাশী বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র মো. আহসান হাবিব কামাল, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিছ আক্তার হাজান শিরিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চান, সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, মহানগর বিএনপি’র জ্যেষ্ঠ নেতা এ্যাড. আলী হায়দার বাবুল, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি এ্যাড. পারভেজ আকন বিপ্লব ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।

এদিকে দলের মনোনয়ন নিয়ে আজ বিমান যোগে তিনি রহমতপুর বিমানবন্দরে পৌছবেন বলে জানিয়েছেন মজিবর রহমান সরোয়ার। পরবর্তীতে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করবেন তিনি।

ওদিকে মজিবর রহমান সরোয়ারকে দলীয় মনোনয়ন দেয়ায় গত দু’দিন ধরেন নগরীর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরন করেন দলের স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা। পাশাপাশি মনোনয়ন নিয়ে ফিরলে মজিবর রহমান সরোয়ারকে দলীয় কার্যালয়ে গণসংবর্ধনা এবং নগর জুড়ে শোটর সাইকেল শোডাউন দেয়ার প্রস্তুতি নেয় বিএনপি ও অঙ্গ সংগঠন। কিন্তু নেতা-কর্মীদের সংবর্ধনা গ্রহন এবং কোন শোডাউন দিতে অপরাগতা প্রকাশ করেন মজিবর রহমান সরোয়ার। তাকে সংবধর্না কর্মসূচিও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দলের সংশ্লিষ্টরা।

স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক জাবের আবদুল্লাহ সাদী জানান, বিএনপি’র মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ারকে সংবর্ধনা দিতে তারা সাংগঠনিক ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছিলেন। প্রথমত বিমানবন্দর থেকে তাকে গ্রহন করে মোটার শোভাযাত্রার মাধ্যমে দলীয় কার্যালয়ে নিয়ে আসার পরিকল্পনা ছিলো তার। কিন্তু বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জেলে থাকায় এবং নির্বাচন আচরনবিধি লঙ্ঘন না হয় সে জন্য সংবর্ধন নিবেন না বলে বিএনপি’র যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার আমাদের জানিয়েছেন।

বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বরিশাল জেলার আহ্বায়ক মাসুদ হাসান মামুন বলেন, নেতার বরিশালে আগমনকে ঘিরে ছাত্র ও যুবদলের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়েছিলো। বিমানবন্দরে পৌছাবার পরে নেতাকে নিয়ে মোটরসাইকেল শোডাউন দিয়ে দলীয় কার্যালয়ে নিয়ে আসা এবং সেখানে সংবধর্ণা দেয়ার সকল প্রস্তুতিই আমাদের ছিলো। কিন্তু এই মুহুর্তে তিনি কোন সংবধর্না গ্রহন করবে না বলে জানিয়েছেন। তাই আমরা আমাদের কর্মসূচি বাতিল করেছি। আমাদের নেতা মজিবর রহমান সরোয়ার বিনাম যোগে বরিশালে পৌছে একাই সরাসরি কাউনিয়াস্থ নিজ বাস ভবনে চলে যাবেন।

বিএনপি’র নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও মহানগর কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাড. মজিবর রহমান সরোয়ার সংশ্লিষ্ট প্রতিবেদককে জানান, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে আছেন। তাকে কারাগারে রেখে কোন সংবধর্না গ্রহন করতে চাই না। সংবর্ধনা ও শোডাউন দিলে জনগনের ভোগান্তি হবে। যাদের জন্য নির্বাচনে অংশগ্রহন তাদের কষ্ট দিয়ে শোডাউন এবং সংবর্ধনা আমি গ্রহন করতে পারবো না। তাছাড়া এধরনের কার্যক্রমে নির্বাচন আচরনবিধি লঙ্ঘন হবে। এসব কারনেই বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত সংবর্ধনা নেবো না।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT