ফরম পূরন জটিলতায় বরিশাল কলেজের ৮ শিক্ষার্থী ফরম পূরন জটিলতায় বরিশাল কলেজের ৮ শিক্ষার্থী - ajkerparibartan.com
ফরম পূরন জটিলতায় বরিশাল কলেজের ৮ শিক্ষার্থী

6:06 pm , June 25, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ ফরম পূরনে জটিলতায় সরকারী বরিশাল কলেজে সম্মান প্রথম বর্ষের পরীক্ষায় অংশ নিতে না পারার শংকায় পড়েছে ৮ শিক্ষার্থী। এতে তাদের শিক্ষা জীবন থেকে এক বছর হারিয়ে যাওয়ার আশংকা করা হচ্ছে। ওই শিক্ষার্থীরা হলো- সুজন বেপারী, সেতু দাস, শান্তা আক্তার, মো. শাকিব উল হক, মো. রাশেদ বালী, মো. মাসুম, ইসরাত জাহান এবং তপু হাওলাদার।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, জাতীয় বিশ^বিদ্যালয়ের অধীনে ২০১৭-১৮ শিক্ষা বর্ষে অনার্স ১ম বর্ষের হিসাববিজ্ঞান শাখায় মেধা তালিকায় উত্তীর্ন হয়ে ২০১৭ সালের ২২ অক্টোবর নির্ধারিত ফি দিয়ে ভর্তি হয়। বরিশাল নগরীর নতুনবাজার রোডস্থ পুবালী ব্যাংক শাখায় নির্ধারিত পাচঁ হাজার টাকা ফি প্রদানও করে তারা। গত ২৩ অক্টোবর কলেজ কর্তৃপক্ষ এই ৮ শিক্ষার্থীর টাকা জমাদানের রশিদ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা নিয়ে ভর্তি কার্য সম্পন্ন করে। এরপর থেকে এ আট শিক্ষার্থী হিসাব বিজ্ঞান বিভাগে যথারীতি ক্লাস শুরু করে। শিক্ষার্থীরা বলেন, বরিশাল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষার্থীদের জানান, ‘তোমাদের ভর্তিতে একটু সমস্যা রয়েছে। তোমরা তোমাদের কাগজপত্র তুলে নিয়ে যাও। জাতীয় বিশ^বিদ্যালয়ে যোগাযোগ কর। এ বিষয়ে কলেজ কতৃপক্ষ তাদের ভুল স্বীকার করে জাতীয় বিশ^বিদ্যালয়ের ডীন বরাবর একটি আবেদন করে। এই ঘটনায় জাতীয় বিশ^বিদ্যালয় থেকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে। ’ ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, কলেজ অধ্যক্ষ অলিউল ইসলাম তাদের পুনরায় রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তি আবেদন করতে বলে। পরে ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে ম্যানুয়াল পদ্দতিতে ভর্তি হয় শিক্ষার্থীরা। সেই অনুযায়ী ক্লাশ করি আমরা। কিন্তু সবার রেজিষ্ট্রেশন এলেও তাদেরটি আসেনি। তবে কলেজ কর্তৃপক্ষ জানায়, তোমাদেরটাও চলে আসছে। কিন্তু অনার্স ১ম বর্ষের ফরম পুরনেরকালে অনলাইন থেকে ফরমই তোলা যাচ্ছে না। এদিকে ফরম পুরন আজ মঙ্গলবার শেষ হচ্ছে। এ অবস্থায় আমরা অনিশ্চয়তায় পড়েছি।

সরকারী বরিশাল কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত পরিমল চন্দ্র বনিক বলেন, সার্ভারে সমস্যা করার কারণে ফরম তুলতে পারছে না। যেহেতু শিক্ষার্থীরা ফরম তুলতে পারছে না। সেক্ষেত্রে সময় বাড়তে পারে। তাছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়েও আমাদের লোক রয়েছে। সমস্যা সমাধান হয়ে যাবে। ওদের নিয়ে আগে যে সমস্যা ছিল তা সমাধান হয়ে গেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT