6:04 pm , June 25, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বিশিষ্ট সমাজসেবক জিয়াউর রহমান বিপ্লব দৈনিক কীর্তনখোলার প্রধান উপদেষ্টা হয়েছেন। গতকাল সন্ধ্যায় জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দৈনিক কীর্তনখোলা পরিবার তাকে বরণ করেন নেন। দৈনিক কীর্তনখোলার ভারপ্রাপ্ত সম্পাদক সালেহ টিটু জানান, ২৫ জুন থেকে তার এ নিয়োগ কার্যকর হবে। বিএম কলেজ রোড বৈদ্যপাড়া তহুরা মঞ্জিলের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক মরহুম আলহাজ্ব নাসিরউদ্দিন আহম্মেদ ও হোসনেয়ারা বেগম দম্পত্তির সন্তান জিয়াউর রহমান বিপ্লব ১৯৮৯ সালে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের স্কুল কমিটির সভাপতি। ১৯৯১ সালে বিএম কলেজ ছাত্রসংসদের নির্বাচনে ছাত্রলীগের প্যানেলে সহ ছাত্র মিলনায়তন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১৯৯৪ সালে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র লীগের প্যানেল থেকে ছাত্র মিলনায়তন সম্পাদক পদে নির্বাচন করেন। বরিশাল জিলা স্কুল থেকে ১৯৯০ সালে এসএসসি, ৯২ সালে বিএম কলেজ থেকে এইচএসসি, একই কলেজ থেকে ৯৪ সালে বিএ পাস ও এমএসএস ডিগ্রি অর্জন করেন জিয়াউর রহমান বিপ্লব। এছাড়া ২০০৮ সালে ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেছেন।
সামাজিক জীবনে নানা কর্মকান্ডে সম্পৃক্ত জিয়াউর রহমান বিপ্লব শের-ই-বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি, মসজিদ-ই-রিয়াদুল জান্নাহ’র প্রতিষ্ঠাতা সভাপতি, নথুল্লাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, নথুল্লাবাদ ইসলামিয়া হোসাইনিয়া মাদরাসার কোষাধাক্ষ্য, আঞ্জুমান-ই-মফিদুল ইসলাম ও নথুল্লাবাদ জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিপ্লব।
তিন ভাই ও পাঁচ বোনের সকলেই উচ্চ শিক্ষিত ও উচ্চ পদে কর্মরত রয়েছেন। তার বড় ভাই প্রফেসর মু. জিয়াউল হক বর্তমানে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান, মেজ ভাই ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জনধারী বোন নাসরিন নাহার বর্তমানে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন, একই বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রিধারী বোন নাজমুন নাহার ঢাকা মোহাম্মদপুর সরকারি বিদ্যালয়ের শিক্ষিকা, ঢাবি থেকে এলএলবি ডিগ্রিধারী বোন এ্যাড. নাজনিন নাহার সুপ্রীম কোর্টে আইন পেশায় রয়েছেন, ইডেন মহিলা বিশ্ববিদ্যলয়ের সহকারী অধ্যাপক হলেন বোন লুৎফুনুন্নাহার, অপর বোন ড. সামসুন নাহার অষ্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।