মেয়র পদে সরোয়ার’র মনোনয়ন নগরীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন মেয়র পদে সরোয়ার’র মনোনয়ন নগরীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন - ajkerparibartan.com
মেয়র পদে সরোয়ার’র মনোনয়ন নগরীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন

5:47 pm , June 24, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির যুগ্ন মহাসচিব এ্যাড.মুজিবর রহমান সরোয়ারকে দলীয় মনোনয়ন দেয়ায় নগরীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেছে যুব ও স্বেচ্ছাসেবক দল। গতকাল রোববার বিকেলে কেন্দ্র থেকে তার নাম ঘোষনা দেয়া হয়। এর পরপরই সন্ধ্যায় যুবদল ও স্বেচ্ছাসেবক দল পৃথক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করে। যুবদলের উদ্যোগে দলীয় কার্য্যালয় থেকে অনন্দ মিছিল বের হয়ে সদর রোড প্রদক্ষিন করে। এ সময় নেতাকর্মিরা একে অন্যকেসহ পথচারী, রিক্সাচালক, গন্যমান্য ব্যাক্তি ও ভোটারদের মিষ্টি মূখ করিয়েছে। এসময় মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি কামরুল ইসলাম রতন, সহ সভাপাতি সাজ্জাদ হোসেন, সাধারন সম্পাদক মাসূদ হাসান মামুন, যুগ্ন সম্পাদক মাজাহারুল ইসলাম, যুগ্ন সম্পাদক শহিদুল হাসান আনিচ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পলাশ, যুবদল নেতা আসাদুজ্জামন তৌহিদ, শাহ নেওয়াজ, জুম্মান হাওলাদার সহ অন্যান্য নেতাকর্মিবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে সন্ধ্যায় দলীয় কার্য্যালয় থেকে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুল ইসলাম লিপন, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক মশিউর রহমান মঞ্জুসহ অন্যান্য নেতাকর্মিরা। এছাড়াও নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে বিএনপির মেয়র প্রার্থী এ্যাড.মুজিবর রহমান সরোয়ারের পক্ষ থেকে ভোটারদের শুভেচ্ছা জানানো হয়।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT