নির্বাচর্নী বিধিমালা মেনে চলার নির্দেশ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের নির্বাচর্নী বিধিমালা মেনে চলার নির্দেশ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের - ajkerparibartan.com
নির্বাচর্নী বিধিমালা মেনে চলার নির্দেশ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের

7:01 pm , June 23, 2018

জুবায়ের হোসেন ॥ দুঃসময়ে বরিশাল মহানগর আ’লীগের হাল ধরা যুবরতœ সেরানিয়াবাত সাদিক আবদুল্লাহ এখন নৌকার কান্ডারী। আগামী ৩০ শে জুলাই বরিশাল সিটি নির্বাচনে যোগ্যতার পুরস্কার হিসেবে দলীয় প্রার্থী হিসেবে মনোনিত হয়েছেন তিনি। শুক্রবার বিকেলে মনোনয়ন বোর্ডের সভা শেষে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে সাদিক আবদুল্লাহ’র নাম ঘোষনা করেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অঞ্চলের আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রত্যাশিত এই মনোনয়নের ঘোষনা আসার পর গোটা নগরীতে বাধ ভাঙ্গা আনন্দ ছড়িয়ে পরে। দলীয় ও শুভেচ্ছা শ্লোগানে মুখরিত হয় নগরীর পথঘাট। নগরীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরন অব্যাহত রাখেন ক্ষমতাসীন দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। তবে মনোনীত হয়েই নগরবাসী ও দলের ভাবনায় নিজের ব্যতিক্রমী মনোভাবের পরিচয় রাখছেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। নগরবাসীর বিন্দু মাত্র বিড়ম্বনাও তার শুভাকাঙ্খিদের কারণে না হয় তাই মনোয়ন প্রাপ্তির আনন্দকে দোয়া মোনাজাত ও আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশনা দিয়েছেন তিনি বলে জানিয়েছেন নির্ভরযোগ্য সূত্র। আনন্দ উল্লাসের নামে এমন কোন কাজ করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহবান জানিয়েছেন যা এই নগরীর বাসিন্দাদের বিন্দুমাত্র বিড়ম্বনায় ফেলবে। নেতা কর্মীরাও তার এই নির্দেশনাকে শিরোধার্য মেনে পথে উল্লাসে না মেতে গতকাল নগরীর প্রতিটি ওয়ার্ডের মসজিদে দোয়া মোনাজাতে অংশ নেন। তবে নেতাকে বীরের বেশে গ্রহণ করে নিতে অধীর অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন তারা। তাদের অপেক্ষা কখন আ’লীগের এই নগরের কান্ডারী তারুণ্যের নেতা তাদের মাঝে ফিরবেন। তবে নেতা কর্মীরা একটু হতাশ হলেও নগরবাসীর কথা ভেবে কোন বর ধরনের আয়োজন এড়িয়ে নেতা কর্মীদের মাঝে সাধারন বেশেই ফিরবেন আ’লীগের এই শক্তিশালী কান্ডারী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এমনটা নিশ্চিত করেছে নির্ভরযোগ্য একাধিক সূত্র। আগামী দু এক দিনের মধ্যেই তিনি বরিশালে ফিরতে পারেন বলেও সম্বাবনার কথা জানিয়েছে সুত্রটি।

নগরে ফিরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক জোরশোরে শুরু করা হবে নির্বাচনী কার্যক্রম। প্রত্যেকটি কাজ করা হবে আ’লীগের হাতকে শক্তিশালী করে আসন্ন সিটি নির্বাচনে এই নগরে আলীগের অবস্থানকে চূড়ান্ত করার প্রক্রিয়া হিসেবে।

নির্ভরযেগ্য সুত্রটি বিস্তারিত জানায়, আসন্ন নির্বাচনে সাংগঠনিক যোগ্যতার প্রমান হিসেবে নেত্রীর আস্থা অর্জন স্বরুপ বরিশাল সিটি নির্বাচনের মেয়র পদের দলীয় মনোনয়ন লাভ করেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। শুক্রবার বিকেলে মনোনয়ন বোর্ডের সভা শেষে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে সাদিক আবদুল্লাহর নাম ঘোষনা করেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর নগরীতে আসার পর হয় আনন্দ উল্লাস করেন নেতা কর্মীরা। তবে গতকাল এই আনন্দ নেতার নির্দেশনায় দোয়া মোনজাত ও আল্লাহর দরবারে শুকুরিয়া আদায়ের মাধ্যমে পালন করা হয়। সকল প্রক্রিয়া সম্পন্নর পর আগামী দু এক দিনের মধ্যেই নগরে ফিরবেন সেরনিয়বাত সাদিক আবদুল্লাহ বলে জানায় সূত্রটি। তবে কোন শোডাউন বা জাকজমক হবে না এই এই আগমনে বলেও জানায় সূত্রটি। এমন কোন কাজ করা থেকে দলের নেতা কর্মীদের অতি উৎসাহী হয়ে করতে মানা করা হয়েছে যা আ’লীগের ভাবমুর্তিকে বিন্দু মাত্র ক্ষুন্ন করবে। নগরে ফিরে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দলের সকল স্তরের নেতা কর্মীদের সাথে নিয়ে আগামী নির্বচনের জন্য কাজ করা হবে।

এ বিষয়ে আলাপের জন্য মহানগর আলীগের সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল এর সাথে আলাপকালে তিনি বলেন, দলীয় একটি সভায় ঢাকায় রয়েছেন তিনি। সিটি নির্বাচনে আ’লীগের মনোনিত প্রার্থী সাদিক আবদুল্লাহ শিঘ্রই বরিশালে আসবেন। এর পর নির্বাচর্নী বিধিমালা মেনে দলের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে জোরশোরে নির্বাচনী কার্যক্রম শুরু করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT