যুববান্ধব স্বাস্থ্য সেবা এবং সম্পর্ক উন্নয়নে সাংবাদিকদের নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত যুববান্ধব স্বাস্থ্য সেবা এবং সম্পর্ক উন্নয়নে সাংবাদিকদের নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত - ajkerparibartan.com
যুববান্ধব স্বাস্থ্য সেবা এবং সম্পর্ক উন্নয়নে সাংবাদিকদের নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

6:56 pm , June 23, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ কিশোর কিশোরী ও যুববান্ধব স্বাস্থ্য সেবা এবং সম্পর্ক উন্নয়নে গনমাধ্যমের ভুমিকা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টায় নগরীর একটি হোটেলের কনফারেন্স কক্ষে এ গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বেসরকারী সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে গোলটেবিল বৈঠকে মূল ধারনাপত্র উপস্থাপণ করেন সংস্থার এ্যাডভোকেসী পরিচালক ফসিউল আহসান, সিনিয়র প্রোগ্রাম অফিসার মশিউর রহমান। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক মুরাদ আহম্মেদ, আকতার ফারুক শাহীন, কাজী মিরাজ মাহমুদ, সুশান্ত ঘোষ ,স্বপন খন্দকার, খান রফিক।

আলোচনায় বক্তারা বলেন, কিশোর কিশোরী ও যুববান্ধব স্বাস্থ্য সেবা এবং সম্পর্ক একটি গুরুত্বপূর্ন বিষয়। বয়সন্ধিকালীন সময়ে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত না করা গেলে বিভিন্নভাবে তাদের শারীরিক ও মানসিক অসঙ্গতি তৈরী হতে পারে। এজন্য পারিবারিক ও সামাজিক ভাবে সকলকে এগিয়ে আসতে হবে। এছাড়া হিজরা জনগোষ্ঠীসহ অন্যান্য লৈঙ্গিক বৈচিত্রময় জনগোষ্ঠীকে সামাজিকভাবে পূনর্বাসনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা সরকারীভাবে প্রকৃত হিজরা জনগোষ্ঠীর তালিকা তৈরী এবং তাদের পূনর্বাসনের মাধ্যমে সমাজের মূল শ্রোত ধারায় ফিরিয়ে আনার প্রতি গুরুত্বারপ করেন। এসময় উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. নিলিমা দাশ, সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান স্বপন, শাহীনা আজমিন, সালেহ টিটো, রাহাত খান, বিধান সরকার, গিয়াস উদ্দিন সুমন, আলী জসিম, নিকুঞ্জ বালা পলাশসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডয়ার সাংবাদিকবৃন্দ।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT