আ’লীগের সাদামাটা প্রতিষ্ঠা বার্ষিকী পালন আ’লীগের সাদামাটা প্রতিষ্ঠা বার্ষিকী পালন - ajkerparibartan.com
আ’লীগের সাদামাটা প্রতিষ্ঠা বার্ষিকী পালন

6:55 pm , June 23, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ সাদামাটা ভাবেই নগরীতে পালন করা হয়েছে আওয়ামী লীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উদযাপনে পূর্ব ঘোষিত বিভিন্ন কর্মসূচি থাকলেও তা পালন করা হয়নি। শুধুমাত্র পুষ্পস্তবক অর্পন ও দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্যেই সিমাবদ্ধ ছিলো আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষির্কীর কার্যক্রম।

জানাগেছে, গতকাল শনিবার দেশের বৃহৎ রাজনৈতিক সংগঠন ঐতিহ্যবাহী আওয়ামী লীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিলো। দিবসটি যাকজমক পূর্ন ভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষনা করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। সংগঠনের পৃথক বর্ধিত সভায় দিবসটি উদযাপনে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতে পুষ্পস্তাবক অর্পন, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা কর্মসূচি ছিলো। কিন্তু ঘোষিত কর্মসূচির মধ্যে শুধুমাত্র গতকাল শনিবার প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে সূর্য্যদয়ের সাথে সাথে সদর রোডে শহীদ সোহেল চত্ত্বরে জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এর পর সকাল ৯টায় দলীয় কার্যালয়ের পাশে রক্ষিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পন করে জেলা, মহানগর ও তৃনমুল আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর মধ্যে মহানগর আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তাবক অর্পন কালে কমিটির সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন শাহীন, কুদ্দুস এলাহী টুটুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন কাইজার সহ কিছু সংখন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও ৩০ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ পুষ্পস্তাবক অর্পন করে।

তাছাড়া জেলা আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তাবক অর্পন করা হয়। সেখানেও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোন নেতৃবৃন্দকে দেখা যায়নি। জেলা ও মহানগর যুবলীগের পক্ষে পুষ্পস্তাবক অর্পন করেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন জুয়েল, তারিক বিন ইসলাম, আরাফাত উদ্দিন বাবু, জগলুল মোর্শেদ প্রিন্স, ইব্রাহিম কামাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া মহানগর ছাত্রলীগের পক্ষে পুষ্পস্তাবক অর্পন করেন ছাত্রলীগ নেতা মাঈনুল ইসলাম ও রইচ আহমেদ মান্না সহ অন্যান্য নেতা-কর্মীরা।

এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বিকালে আলোচনা সভা হওয়ার কথা ছিলো। কিন্তু পূর্ব ঘোষিত সেই কর্মসূচি পালন হয়নি। এর কারন জানা গেছে, আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন ইস্যুতে ঢাকায় অবস্থান করছেন জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। তাদের সাথে রাজধানীতে অবস্থান করছেন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাও। এর বাইরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভার কারনে ঢাকায় অবস্থান করতে হয়েছে নেতৃবৃন্দকে। যে কারনে বরিশালে জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে সাদামাটা ভাবে।

আওয়ামী লীগের তৃনমুল নেতৃবৃন্দ জানিয়েছেন, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নগরীতে না থাকার কারনেই সাদামাটা ভাবে কর্মসূচি পালিত হয়েছে। অথচ গত বছর আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়ে জাকজমক পূর্নভাবে। মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নেতৃবৃন্দ ২০১৭ সালে আওয়ামী লীগের পূর্ন কর্মসূচি পালন হয়। সাদিকের আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার নেতা-কর্মী অংশ নিয়েছিলেন কর্মসূচিতে। এবারের প্রতিষ্ঠা বার্ষিকীতে সাদিক আবদুল্লাহ’র নগরীতে অনুপস্থিতির কারনেই প্রতিষ্ঠা বার্ষিকী জাকজমক হয়নি দাবী তৃনমুলের।

অবশ্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস-এমপি বলেন, আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিলো। যার মধ্যে পুষ্পমাল্য অর্পন ছাড়া অন্য কোন কর্মসূচি পালন করা সম্ভব হয়নি। নির্বাচন এবং বর্ধিত সভার কারনেই দলের নেতা-কর্মীরা সবাই ঢাকায় অবস্থান করছে। যে কারনে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়নি। তবে পরবর্তীতে প্রতিষ্ঠা বার্ষিকীর শোভযাত্রা এবং আলোচনা সভা করা হবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের ওই নেতা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT