6:53 pm , June 23, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সদ্য নিয়োগ পাওয়া ২১৫ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেতন-ভাতার দাবীতে ফের আন্দোলনের ডাক দেয়া হয়েছে। গত ২১ জুন বৃহস্পতিবার সকালে বাংলাদেশ চতুর্থ শ্রেনী সরকারী কর্মচারী সমিতি শেবাচিম শাখার সাধারণ সভায় আন্দোলনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ২৫ জুন ঘন্টা ব্যাপী বিক্ষোভ প্রদর্শন ও পরিচালকের কক্ষের সামনে অবস্থান করবে তারা।
এর পূর্বে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ সভায় বলা হয়, সুপ্রিম কোর্টের আদেশের বলে গত ২৮ ফেব্রুয়ারী সদ্য নিয়োগ পাওয়া ২১৫ জন কর্মচারী হাসপাতালে যোগদান করে। এর পর থেকেই তারা সরকার থেকে অর্পিত দায়িত্ব পালন করে আসছে। কিন্তু গত চার মাস ধরে নবযোগদানকৃত ওই কর্মচারীরা বেতন পাচ্ছে না। এমনকি গেলো ঈদেও কর্মচারীদের মুখে হাসি ফোনেনি। কেননা ঈদ বোনাস থেকেও বঞ্ছিত করা হয়েছে নবযোগদানকারী কর্মচারীদের। যে কারনে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে তাদেরকে।
সভায় বলা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতার দাবীতে চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে গত ১৩ মে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কর্মচারীরা। এর পর ২৪ মে পরিচালকের কাছে মিছিল সহকারে দাবীনামা উপস্থাপন করে শ্মারকলিপি দেয়া হয়েছে। স্মারকলিপি পেয়ে পরিচালক বেতন-ভাতা প্রদানের বিষয়ে আশ্বস্থ করেন। কিন্তু আশ্বাসের দুই মাস হতে চললেও পরিচালক তার কথা রাখেন নি। তাই নবযোগদানকৃত ২১৫ জন তৃতীয় ও চতুর্থ শ্রেনি কর্মচারীদের বেতন ও ভাতা’র চতুর্থ শ্রেণি সরকার কর্মচারী সমিতি পুনরায় আন্দোলন কর্মসূচি ঘোষনা করেছে। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ২৫ জুন দাবী আদায়ের লক্ষে পরিচালকের কক্ষ ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করবে নতুন ও পুরাত কর্মচারীরা। সেখানে ঘন্টা ব্যাপী অবস্থান নেয়ার পাশাপাশি বিক্ষোভ সমাবেশও করবেন তারা। এ কর্মসূচির পরেও দাবী না মানা হলে ২৫ জুন নতুন কর্মসূচী ঘোষনা করা হবে বলে কর্মচারী নেতৃবৃন্দ জানিয়েছেন।