বিসিসি নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাপস বিসিসি নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাপস - ajkerparibartan.com
বিসিসি নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাপস

6:50 pm , June 21, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) মেয়র পদের প্রার্থী চুড়ান্ত করেছে। তাদের প্রতীক লাঙ্গল নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন ইকবাল হোসেন তাপস। তাকে দলীয় প্রার্থীর মনোনয়ন দিয়েছেন পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোঃ এরশাদ। তার স্বাক্ষরিত প্রত্যায়ন পত্র সুত্রে জানা গেছে, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ইকবাল হোসেন তাপসকে চুড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে। তাকে দলীয় প্রতীক বরাদ্ধ করা হলো। এ বিষয়ে ইকবাল হোসেন তাপস জানান, গতকাল দুপুর দুইটার দিকে চেয়ারম্যান হুসাইন মো. এরশাদের বারিধারার বাসায় তাকে প্রত্যায়ন পত্র হস্তান্তর করেছেন। এসময় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সহ কেন্দ্রীয় জাপা নেতারা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT