6:53 pm , June 20, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের আজ বৃহস্পতিবার শেষ দিন। আর তাই একদিন আগেই দলীয় মনোনয়ন ফরম বিক্রির চতুর্থ দিনে গতকাল বুধবার নৌকা প্রতীক পেতে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। গতকাল ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ এর কাছ থেকে সাদিক আবদুল্লাহর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়া বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নৌকার হাল ধরতে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন আরো চার আওয়ামী লীগ নেতা। গতকাল বুধবার পৃথক পৃথকভাবে তারা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ এর কাছে তাদের মনোনয়ন ফরম জমা দেন। এর পূর্বে মনোনয়ন ফরম বিক্রি’র প্রথম দিন থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিনে ওই চার মনোনয়ন প্রত্যাশী দলীয় ফরম সংগ্রহ করেন। এরা হলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান আলতাফ হোসেন ভুলু, বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন এবং বরিশাল নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর আমিন উদ্দিন মোহন।
বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব দত্ত জানান, বুধবার মনোনয়নপত্র বিক্রির চতুর্থ দিন পর্যন্ত মোট ৫ জন দলীয় ফরম সংগ্রহ করেছেন। যার মধ্যে সর্বশেষ সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মনোনয়ন সংগ্রহকালে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস-এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গীর, সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আফজালুল করিম, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, গৌরনদী’র পৌর মেয়র মো. হারিছুর রহমান হারিছ সহ জেলা ও মহানগর আওয়ামী লীগের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি জানান, আজ ২১ জুন আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। বৃহস্পতিবারের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেয়ার শেষ দিন। এর পর আজই মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহন শেষে ২২ জুন আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রার্থী নিশ্চিত করা হবে।
মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল জানান, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের একমাত্র প্রার্থী। যে কারনে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ তার পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এমনকি আজ বৃহস্পতিবার শেষ দিনে নির্ধারিত সময়ের মধ্যেই সাদিক আবদুল্লাহ’র দলীয় মনোনয়ন ফরম জমা দেয়া হবে। এ সময় সাদিক আবদুল্লাহ ছাড়াও জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
তিনি বলেন, সাবেক মেয়র শওকত হোসেন হিরনের মৃত্যুর পরে বরিশাল মহানগর আওয়ামী লীগের অস্তিত্ব ফিরিয়ে এনেছে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। নিজ সাংগঠনিক দক্ষতার কারনে আজ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ একটি শক্ত অবস্থানে রয়েছে। শুধু তাই নয়, সাদিক আবদুল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই বরিশালবাসির মন জয় করতে পেরেছে। আর তাই আমাদের বিশ্বাস দল সেরনিয়বাত সাদিক আবদুল্লাহ দক্ষতা ও পরিশ্রমের মূল্যায়ন পাবে। কেননা আমাদের নেত্রী কখনই সিদ্ধান্ত নিতে ভুল করেন না। আমরা তৃনমুল থেকে সাদিক আবদুল্লাহকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য নেত্রীর কাছে জোর দাবী জানাচ্ছি।