দলীয় প্রার্থী হতে বিএনপি’র আট নেতার মনোনয়নপত্র সংগ্রহ দলীয় প্রার্থী হতে বিএনপি’র আট নেতার মনোনয়নপত্র সংগ্রহ - ajkerparibartan.com
দলীয় প্রার্থী হতে বিএনপি’র আট নেতার মনোনয়নপত্র সংগ্রহ

6:52 pm , June 20, 2018

রুবেল খান ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে বিএনপি’র মনোনিত প্রার্থী নিয়ে নেতাদের লড়াই। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় ধানের শীষ প্রতীক পেতে মনোনয়ন দৌড়ে সামিল হয়েছে বিএনপি ও যুবদলের ৮ নেতা। গতকাল বুধবার পর্যন্ত বিএনপি’র মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৮ জন নেতা। যার মধ্যে রয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র মো. আহসান হাবিব কামাল, বিএনপি’র বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিছ আক্তার জাহান শিরিন, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চান, সাধারণ সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহীন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর বিএনপি’র জ্যেষ্ঠ নেতা এ্যাড. আলী হায়দার বাবুল, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সভাপতি এ্যাড. পারভেজ আকন বিপ্লব ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং মহানগর কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার পর পরই মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহন করবেন স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কিত বিএনপি’র মনোনয়ন বোর্ড। এরপর দলীয় আলোচনার মাধ্যমে নির্ধারন হবে বিএনপি’র ধানের শীষের কান্ডারী। আর তাই দলীয় মনোনয়ন নিজের অনুকুলে রাখতে যে যার মত লবিং-তদবির চালাচ্ছেন মনোনয়নপত্র সংগ্রহকারীরা।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি’র দপ্তরের দায়িত্বে থাকা পিটু জানান, ৩০ জুলাই বরিশাল সহ তিন সিটি কর্পোরেশনে দলীয় প্রতীকে মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই তিন সিটিতে দলীয় প্রতীকে এটাই প্রথম নির্বাচন। এজন্য দলীয় ভাবে প্রার্থী মনোনীত করার কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি জানান, সিটি নির্বাচনে দলীয় প্রতীক ধানের শীষ পেতে আগ্রহী সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের কাছে বুধবার একদিনই মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। সকালে শুরু হওয়া ফরম বিক্রি কার্যক্রম শেষ হয় বিকাল ৪টায়। এই সময়ের মধ্যে আটজন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন। যা আজ বৃহস্পতিবারের মধ্যে জমা দিতে হবে।

বিএনপি’র কেন্দ্রীয় ওই নেতা জানান, আগামী ২৮ জুন মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন নির্ধারন করে দিয়েছে নির্বাচন কমিশন। তাই নির্ধারিত সময়ের আগেই বিএনপি’র মেয়র প্রার্থী নির্ধারন করা হবে।

এদিকে ইতিপূর্বে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীতার আলোচনায় ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার। কিন্তু দলের দিক নির্দেশনা না পাওয়ায় তিনি গতকাল বুধবার দলের মনোনয়নপত্র সংগ্রহ করেননি। অবশ্য সূত্র জানিয়েছে, সিটি নির্বাচনের মেয়র পদে দলীয় মনোনয়ন নিজের অনুকুলে রাখতে জোর চেষ্টা চালাচ্ছেন তিনি। যার প্রমান একাধিক সম্ভাব্য প্রার্থীর দলীয় মনোনয়ন সংগ্রহ করা। মনোনয়নপত্র সংগ্রহ করা বরিশাল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহীন, ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিন মজিবর রহমান সরোয়ারের গ্রীন সিগনাল নিয়েই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে গোপন সূত্র দাবী করেছে। অবশ্য এবারের মনোনয়ন দৌড়েও মজিবর রহমান সরোয়ার বর্তমান মেয়র আহসান হাবিব কামালের পক্ষ নিয়েছে বলে মনোনয়ন সূত্র নিশ্চিত করেছে। তাছাড়া বিএনপি’র একমাত্র নারী প্রার্থী হওয়ায় এ্যাড. বিলকিছ আক্তার জাহান শিরিন’র বিপক্ষে নারী মনোনয়ন প্রত্যাশী হিসেবে আফরোজা খানম নাসরিনের মনোনয়ন সংগ্রহ বলে মনে করছেন দলীয় ফোরাম। তবে নির্বাচনে যোগ্য ত্যাগী নেতাই বিএনপি’র দলীয় মনোনয়ন পাবে বলে দাবী তৃনমুল নেতা-কর্মীদের।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT