6:51 pm , June 20, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের নির্ধারিত সময়ের আগেই সম্ভাব্য প্রার্থীদের প্রকাশ্যে প্রচার প্রচারনা বন্ধে অভিযানে নামছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট’র নেতৃত্বে নগর ব্যাপী অভিযান শুরু করবে তারা। আর তাই বিষয়টি নিয়ে গতকাল বুধবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে নগরীতে সতর্কতা মুলক মাইকিং করা হয়েছে। যেসব সম্ভাব্য প্রার্থী নির্বাচনকে সামনে রেখে নিজের প্রচারনায় পোষ্টার, ব্যানার এবং বিলবোর্ড টানিয়েছেন তা অপসারনের জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, গত ১৩ জুন বরিশাল সহ ৩ সিটি নির্বাচনী এলাকায় বিদ্যমান সকল নির্বাচনী প্রচারণা সংক্রান্ত সামগ্রী অপসারণের নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। যার সময় বেঁধে দেয়া হয়েছিলো ১৯ জুন রাত ১২টা পর্যন্ত। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নগরীতে সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড, ব্যানার, তোড়ন, প্যান্ডেল ও পোস্টার অপসারন করা হয়নি। ঈদকে পুজি করে এসব প্রচার সামগ্রীর পরিসংখ্যান আরো বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, প্রার্থীদের নিজ নিজ উদ্যোগে এসব প্রচার সামগ্রী অপসারনের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে বুধবার সিটি কর্পোরেশন এলাকায় এ সংক্রান্ত বিষয়ে মাইকিং করা হয়েছে। তাছাড়া আজ বৃহস্পতিবার থেকে নির্বাচন কমিশন প্রকাশ্যে প্রচার সামগ্রীর বিরুদ্ধে অভিযান শুরু করবে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হবে। অভিযানকালে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মুজিবুর রহমান।