ঈদ শেষে কর্মমুখী যাত্রীরা ঈদ শেষে কর্মমুখী যাত্রীরা - ajkerparibartan.com
ঈদ শেষে কর্মমুখী যাত্রীরা

6:32 pm , June 19, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ ঈদ শেষে এখন কর্মস্থলে ফেরার পালা নাড়ীর টানে বাড়ী ফেরা স্বজনদের। এখন তারা রাজধানীসহ দেশের বিভিন্নস্থানের কর্মস্থলমুখী। তাই স্বজনদের ঢল নেমেছে বরিশাল নদী বন্দরে। দুপুর হওয়ার আগে থেকেই লঞ্চে উঠতে শুরু করে যাত্রীরা। প্রতিদিন নির্ধারিত সময়ের পূর্বেই নৌ বন্দর ও ঘাটে থাকা লঞ্চ যাত্রীদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ন হয়ে ওঠে। নৌ বন্দরে যাত্রীদের উপচে পড়া এ ভীর শুরু হয়েছে সোমবার থেকে। তবে গতকাল মঙ্গলবার ভীর কিছুটা কম ছিল। আগামীকাল বৃহস্পতিবার সবচেয়ে বেশী ভীর হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে গতকাল বাড়তি যাত্রীদের পরিবহন করতে বরিশাল নৌ বন্দর ছেড়ে গেছে ১৭ টি নৌযান । এরমধ্যে পারাবাত ৯ ও ১১, কীর্তনখোলা ২ ও ১০, সুন্দরবন ৮ ও ১০, সুরভী ৭,৮ ও ৯, এ্যাডভেঞ্চার ৯, ফারহান ৮, টিপু ৭, কালাম ১। এছাড়া বিআইডব্লিইটিসির এম ভি বাঙ্গালী ছেড়ে গেছে। দিবা সার্ভিসের এম ভি গ্রীন লাইন ২ ও ৩ দুটি জাহাজই বরিশাল ছেড়েছে যাত্রী নিয়ে।

এদিকে অতিরিক্ত চাহিদা থাকায় বরাবরের মত গতকালও কেবিন সংকট ছিলো প্রকট। অগ্রীম বুকিং থাকায় গতকাল অধিকাংশ যাত্রীই কোন কেবিন পাননি। তবে বাতিল হওয়া ও কোঠার জন্য সংরক্ষিত থাকা কেবিন পেয়েছেন কোন কোন যাত্রী। তবে বড় লঞ্চ থাকায় ডেকে এবার গত বছরের তুলনায় যাত্রীদের ঠাসাঠাসি কিছুটা কম ছিলো।

বরিশাল নৌ বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যাবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু জানান, মোট ১৭ টি নৌযান যাত্রী পরিবহন করেছে। ফলে যাত্রীদের চাপ তেমন ছিলনা। এছাড়া মাওয়া ফেরিঘাটের দুরত্ব গত বছরের তুলনায় কমে আসায় এখন অনেক যাত্রীই সড়ক পথে চলাচল করছে ফলে লঞ্চের উপর চাপ অনেকটাই কমে আসছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT