ষোল ঘন্টা পর সচল পিএস অস্ট্রিচ ষোল ঘন্টা পর সচল পিএস অস্ট্রিচ - ajkerparibartan.com
ষোল ঘন্টা পর সচল পিএস অস্ট্রিচ

6:31 pm , June 19, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ টানা ষোল ঘন্টার চেষ্টায় দূর্ঘটনা কবলিত পিএস অস্ট্রিচ মেরামত শেষে গতকাল দুপুরে লং ট্রায়াল সম্পন্ন হয়েছে। নৌযানটিকে বিশেষ সেবার জন্য বরিশাল বন্দরে মজুদ রাখা হয়েছে। আগামী শুক্রবার নিয়মিত রকেট স্টিমার সার্ভিসের সাথে পিএস অস্ট্রিচ বিশেষ ব্যবস্থায় বরিশাল থেকে যাত্রী নিয়ে চাঁদপুর হয়ে ঢাকা যাবে বলে জানা গেছে।

ডেক কর্মীদের উদাসীনতা আর অবহেলায় সহস্রাধিক যাত্রী নিয়ে গত সোমবার রাতের প্রথম প্রহরে চাঁদপুরের ভাটিতে মধ্য মেঘনায় বাম পাশের প্যাডেলে রোপ ওয়্যার আটকে দূর্ঘটনার কবলে পড়ে নৌযানটি। ফলে বৃষ্টি আর ঝড়ো হাওয় মধ্যেই মেঘনায় নোঙর করতে বাধ্য হয় নৌযানটির কাপ্তেন। সোমবার সকালে বিকল্প নৌযানে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের পরে স্টার বোর্ড সাইজের প্যাডেলের সাহায্যে দুপুর ৩টার দিকে অস্টিচ বরিশাল ঘাটে পৌছে। দূর্ঘটনা কবলিত যাত্রীদের এমভি বাঙালীতে করে বরিশাল হয়ে ঝালকাঠী ও পিরোজপুর সহ বাগেরহাটের মোড়েলগঞ্জ পর্যন্ত পৌছে দেয়া হয়।

সোমবার সন্ধার পর থেকে পিএস অস্ট্রিচ-এর মেরামত শুরু করে গতকাল দুপুরের মধ্যোই তা সম্পন্ন করা সম্ভব হয়েছে। গতকাল দুপুর ১টার পরে নৌযানটি বরিশাল বন্দর থেকে ৫ কিলোমিটার দুরের দপদপিয়া সেতু পর্যন্ত লং ট্রায়াল করে সাফল্যজনক ভাবেই বন্দরে ফিরে এসেছে। ফলে পিএসঅস্ট্রিচ এখন বানিজ্যিক পরিচালনের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে বিআইডব্লউটিসি’র দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

এদিকে বৃহস্পতিবার সরকারী এ নৌ-বানিজ্য প্রতিষ্ঠানটি বরিশাল থেকে কোন বিশেষ নৌযানে যাত্রী পরিবহন করছে না। অথচ বরিশাল সহ দক্ষিণাঞ্চল থেকে ঈদ পরবর্তি কর্মস্থলমুখি কর্মজীবী ও শ্রমজীবী মানুষের মূলস্রোত শুরু হবে বৃহস্পতিবার থেকেই। এমনকি ষ্টীমার ‘পিএস লেপচা’ পিরোজপুরের হুলারহাট ঘাটে বসিয়ে রাখা হলেও বৃহস্পতিবারে শুধুমাত্র নিয়মিত রকেট সার্ভিসের নৌযানেই যাত্রী পরিবহনের কথা বলা হয়েছে। ফলে ঐদিন মোড়েলগঞ্জ, বড়মাছুয়া, চরখালী ও হুলারহাটের পরে কোন স্টেশনেই রকেট স্টিমার ভিড়তে পারবে না বলে মনে করছেন দায়িত্বশীল মহল। এমনকি বরিশাল বন্দর থেকেও রকেট স্টিমার কোন যাত্রী তুলতে পারবে না। এসব বিবেচনায় বৃহস্পতিাবার পিএস লেপচা’র সাহায্যে পিরোজপুর-ঝালকাঠী ও বরিশাল হয়ে চাঁদপুর-ঢাকা রুটে বিশেষ সার্ভিস পরিচালন জরুরী হলেও গতকাল পর্যন্ত এব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি।

বিষয়টি নিয়ে গতকাল বিআইডব্লিউটিসি’র ভারপ্রাপ্ত পরিচালক-বানিজ্য এনএস শাহদত আলী’র সাথে আলাপ করা হলে বিষয়টি সম্পর্কে খোজ খবর নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহনের কথা জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT