6:30 pm , June 19, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে বিএনপি। আজ বুধবার দিনব্যাপী ঢাকায় বিএনপি’র দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি হবে। পাশাপাশি আগামী কাল বৃহস্পতিবারের মধ্যে মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন নির্ধারন করা হয়েছে। এর পর মনোনয়ন বোর্ডের বৈঠকের নির্ধারন হবে বিএনপি’র মেয়র প্রার্থী। বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রধান নির্বাচন কমিশন থেকে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। এর পূর্বে আগামী ২৮ জুনের মধ্যে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ধার্য্য রয়েছে। সে অনুযায়ী ২৮ জুনের আগেই দলীয় মনোনয়ন নিশ্চিত করতে হবে রাজনৈতিক দলগুলোর। সে লক্ষ্যে এরই মধ্যে সরকার দলীয় আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দুই মনোনয়ন প্রত্যাশী। যার মধ্যে একজন মনোনয়ন ফরম সংগ্রহের পর পরই তা জমা দিয়েছেন।
এদিকে নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বিক্রি শুরু করছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি। দলটি আজ বুধবার একদিন দলের মনোনয়ন প্রত্যাশীদের কাছে নির্ধারিত মূল্যে মনোনয়ন ফরম বিক্রি করা হবে। তাছাড়া আজ নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করে তা আগামী কাল বৃহস্পতিবার নির্ধারিত সময়ের মধ্যেই দেয়ার জন্য সময় সিমা বেঁধে দিয়েছে দলটির মনোনয়ন বোর্ড। তাছাড়া বৃহস্পতিবার মনোনয়ন ফরম গ্রহন শেষে ওই দিনই যাচাই বাচাই ও মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহন করা হবে। সে অনুযায়ী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহরের জন্য প্রস্তুতি নিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলের মনোনয়ন প্রত্যাশী প্রায় অর্ধ ডজন নেতা।
নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন স্থানীয় এবং কেন্দ্রীয় পর্যায়ের হেভিওয়েট নেতারা। যার মধ্যে রয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব এ্যাড. মজিবর রহমান সরোয়ার, বিএনপি’র বরিশাল বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিছ আক্তার জাহান শিরিন, বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র বিএনপি নেতা মো. আহসান হাবিব কামাল, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চান, বিএনপি নেতা এ্যাড. আলী হায়দার বাবুল, যুক্তরাজ্য বিএনপি সভাপতি, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন সহ বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশীর নাম শোনা যাচ্ছে। তবে এদের মধ্যে কারা দলীয় মনোনয়ন পেতে আগ্রহী তা আজ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। অবশ্য এদের মধ্যে গতকাল মঙ্গলবারই বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিছ আক্তার জাহান শিরিন নির্বাচনে অংশগ্রহনের লক্ষ্যে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদের মধ্যে মজিবর রহমান সরোয়ার বলেন, এবারে সিটি নির্বাচনের অংশগ্রহনে আগ্রহ নেই। তাছাড়া দলের মনোনয়ন ফরম বিক্রি শুরু হলেও নির্বাচনের বিষয়ে কেন্দ্র থেকে এখনো আমায় কিছু জানানো হয়নি। আমি আজ ঢাকায় যাব। সেখানে গিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তবে দল যে সিদ্ধান্ত নিবে সে অনুযায়ী কাজ করবেন বলে জানিয়েছেন মজিবর রহমান সরোয়ার।
অপরদিকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানিয়েছেন বিএনপি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিছ আক্তার জাহান খান শিরিন ও দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চান।
বিএনপি’র একাধিক সূত্র জানিয়েছে, বরিশাল সিটি নির্বাচনে দলের মনোনয়নের বিষয়টি চূড়ান্ত হবে লন্ডন থেকে। বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারাগারে থাকায় দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দলীয় মনোনয়ন চূড়ান্ত করবেন। অবশ্য এক্ষেত্রে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র মতামত গ্রহন করবে দলটির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।