দক্ষিণাঞ্চলে আষাঢ়ের প্রথম স্বস্তির বৃষ্টি দক্ষিণাঞ্চলে আষাঢ়ের প্রথম স্বস্তির বৃষ্টি - ajkerparibartan.com
দক্ষিণাঞ্চলে আষাঢ়ের প্রথম স্বস্তির বৃষ্টি

6:25 pm , June 19, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ টানা তাপদহের পরে আষাঢ়ের প্রথম বর্ষনে গতকাল দক্ষিণাঞ্চলের জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। তাপমাত্রার পারদ প্রায় ৩৬ ডিগ্রীতে উন্নীত হবার পড়ে গতকাল সকাল থেকেই রোদের তীব্রতায় জনজীবনে অস্বস্তি শুরু হয়। গতকাল সকাল ৬টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯.১ ডিগ্রী সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকের চেয়ে প্রায় ৪ ডিগ্রী বেশী। তবে বেলা ১০টার পরে আকাশ কালো করা মেঘের সাথে মাঝারী থেকে ভারী বর্ষনে জীবন যাত্রায় কিছুটা ছন্দ পতন ঘটলেও স্বস্তিও ফিরে আসে। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

দক্ষিণÑপশ্চিম মৌসুমী বায়ু সাময়িকভাবে কিছুটা সক্রিয় হয়ে ওঠায় গতকাল সকাল ১০টার পর থেকে দুপুর ৩টা পর্যন্ত বরিশালে প্রায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ বৃষ্টির সাথে কিছু বজ্রপাতে জনজীবেন আতংক ছড়ালে তা ছিল ক্ষনস্থায়ী। তবে বৃষ্টি শুরুর পরে বিদ্যুৎ বিপর্যয় অস্বস্তি আরো বৃদ্ধি করে।

আবহাওয়া বিভাগ থেকে পশ্চিমা লঘুচাপ ভারতের বিহার ও তৎসংলগ্ন এরাকায় অবস্থানের কথা জানিয়ে এর বর্ধিতাংশ দেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত বলে বলা হয়েছে। দক্ষিণ-পশ্চিম মওশুমী বায়ু দক্ষিণাঞ্চল সহ সারা দেশে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দূর্বল থেকে মাঝারী অবস্থায় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। বরিশাল ও উপক’লীয় এলাকা সহ দক্ষিণাঞ্চলে বজ্র বৃষ্টির সম্ভবনার কথাও জানিয়েছে আবহাওয়া বিভাগ। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১-৩ডিগ্রী সেলসিয়াস হ্রাস পাওয়া সহ ফরিদপুর সহ মাদারীপুর ও গোপালগঞ্জ এলাকায় বহমান মৃদু তাপ প্রবাহ কিছু কিছু এলাকায় প্রশমিত হবার কথাও বলা হয়েছে। আজ সকালের পরবর্তি ৪৮ ঘন্টায় বৃষ্টি সহ বজ্র বৃষ্টির প্রবনতা বৃদ্ধির সম্ভবনার কথাও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT