সিটি নির্বাচনে ৬০ প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ সিটি নির্বাচনে ৬০ প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ - ajkerparibartan.com
সিটি নির্বাচনে ৬০ প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

6:25 pm , June 19, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের অংশগ্রহনে আগ্রহী সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম চলছে। গত ১৩ জুন থেকে বরিশাল আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়পত্র সংগ্রহ করছেন মেয়র, সাধারণ ও সংরক্ষিত আসনের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা। সিটি নির্বাচনী কার্যক্রম শুরুর পরে দু’দিন মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। ঈদের ছুটিতে নির্বাচনী কার্যক্রম সাময়িক বন্ধ থাকার পরে গত ১৮ জুন থেকে তা পূনরায় শুরু হয়েছে। সে হিসেবে গত ৩ দিনে মেয়র সহ তিনটি পদে মোট ৬০টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এ নিয়ে নির্বাচনী কার্যক্রম শুরুর পরে এ পর্যন্ত মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন ও সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে গতকাল মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত ১২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে জানিয়েছেন সিটি নির্বাচনের নিয়োগপ্রাপ্ত রিটার্নিং অফিসার মো. মুজিবুর রহমান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT