বিশ্বাসের হাট এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার বিশ্বাসের হাট এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার - ajkerparibartan.com
বিশ্বাসের হাট এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

6:20 pm , June 19, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট ট্রলার ঘাট সংলগ্ন কড়ইতলা নদী থেকে অর্ধগলিত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৭ টার দিকে কোতয়ালী মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

কোতয়ালী মডেল থানার এস আই শামীম জানান, সকালে বিশ্বাসের হাট ট্রলার ঘাট সংলগ্ন কড়ইতলা নদীর তীরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে লাশটি উদ্ধার করা হয়। অজ্ঞাত ব্যক্তির পড়নে একটি জিন্স প্যান্ট ও চেক গেঞ্জি রয়েছে। লাশটি উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো। তবে ধারনা করা হচ্ছে দুই তিন দিন পূর্বে তার মৃত্যু হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT