ঈদে মেট্রো পুলিশের ব্যতিক্রমী আয়োজন ঈদে মেট্রো পুলিশের ব্যতিক্রমী আয়োজন - ajkerparibartan.com
ঈদে মেট্রো পুলিশের ব্যতিক্রমী আয়োজন

1:54 pm , June 19, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ আপনজনদের সাথে ঈদ আনন্দ থেকে বঞ্চিত হলেও নগর পুলিশের ব্যতিক্রমধর্মী আয়োজনে উচ্ছাসিত হয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের নারী সদস্যরা। ঈদ আনন্দে প্রিয়জনদের থেকে দুরে থাকার যাতনা ঘোচাতে তাদের নিয়ে করা হয়েছে ব্যতিক্রম ধর্মী মেহেদী উৎসব। বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. মাহফুজুর রহমান এর উদ্যোগে মেট্রোপলিটন ভিকটিম সাপোর্ট সেন্টারে সকল নারী পুলিশ সদস্যদের অংশগ্রহনে এই উৎসব পালন করা হয়। ভারপ্রাপ্ত পুলিশ কমিশনারের নির্দেশে মেহেদী উৎসবের সার্বিক দায়িত্ব পালন করেন কোতয়ালি মডেল থানার সহকারি কমিশনার শাহনাজ পারভীন।

নগর পুলিশের কর্মকর্তারা বলেন, ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। বছর ঘুরে আসা খুশি-আনন্দের ঈদ পরিবারের সাথে ভাগাভাগি করে নেয়ার ইচ্ছা সকলেরই। কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ন দায়িত্বে থাকা পুলিশ বাহিনী’র সেই ইচ্ছা অপুরন থেকে যায়। জনগনের সেবা ও তাদের নিরাপত্তার সার্থে নিজেদের ইচ্ছাকে বলি দিতে হয় পুলিশ সদস্যদের। সেই বিষয়টি মাথায় রেখেই এই প্রথমবারের মত বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত নারী পুলিশ সদস্যদের নিয়ে ব্যক্রিম আয়োজন করেন ভারপ্রাপ্ত কমিশনার মো. মাহফুজুর রহমান। তাই শত কর্মব্যস্ততার মাঝেও ঈদের ছুটি বঞ্ছিত পুলিশের নারী সদস্যদের মুখে হাসি এবং আনন্দ দিতে নগরীর ভিকটিম সাপোর্ট সেন্টারে মেহেদী উৎসব আয়োজন করেন পুলিশ কমিশনার। উৎসবে মেহেদী সাজে অভিজ্ঞদের দিয়ে সকল নারী কনস্টেবলদের হাত রাঙ্গিয়ে দেয় হয় মেহেদীর রং-এ। মেহেদীর রং-এ নারী পুলিশ সদস্যদের হাতে এঁকে দেয়া নানান আকর্ষণীয় নকশা। আর এই উৎসবকে ঘিরে সৃষ্টি হয় নতুন এক উৎসব মুখর পরিবেশের। এর ফলে স্বজনদের সাথে ঈদ আনন্দ থেকে বঞ্চিত হলেও সহকর্মীদের নিয়ে ঈদ আনন্দ নতুন দৃষ্টান্ত স্থাপন করে। যা পুলিশ বাহিনীতে কর্মরত সকল সদস্যদের দায়িত্ব পালনে আরো উদ্বুগ্ধ করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT