1:53 pm , June 19, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ ঈদ পরবর্তী ঢাকা থেকে বরিশাল হয়ে ঝালকাঠীÑপিরোজপুর ও বাগেরহাট অঞ্চলের ঘরমুখী সহ¯্রাধীক যাত্রী নিয়ে মাঝ মেঘনায় দূর্ঘটনার কবলে পড়ল বিআইডব্লিউটিসি’র রকেট স্টিমার পিএস অস্ট্রিচ। রোববার সন্ধ্যায় ঢাকা থেকে যাত্রা করে চাঁদপুর হয়ে সাড়ে ১১টার দিকে বরিশালের উদ্যেশ্যে যাত্রা করার ঘন্টাখানেকর মধ্যেই রাত সাড়ে ১২টার দিকে নৌযানটি দূর্ঘটনার শিকার হয়। দূর্ঘটনা কবলিত নৌযানটির যাত্রীদের বিকল্প নৌযানের সাহায্যে গতকাল সকাল ৮টার দিকে উদ্ধার করে বরিশাল, ঝালকাঠী, পিরোজপুর হয়ে বাগেরহাটের মোড়েলগঞ্জ পর্যন্ত পৌছে দেয়া হয়েছে।
রোববার রাত প্রায় সাড়ে ১১টার দিকে পিএস অস্ট্রিচ চাঁদপুর ঘাট ত্যাগ করার সময় অবহেলা আর উদাসীনতায় পোর্ট সাইডের রোপ ওয়্যার ঠিকভাবে ডেকে না তুলে ফেলে রাখার কারনে তা নদীর ¯্রােতের তোড়ে প্যাডেলে লেগে পেঁচিয়ে যেতে থাকে। রাত সাড়ে ১২টার দিকে আকষ্মিকভাবেই বিকট শব্দ করে বাম পাশের প্যাডেল অকার্যকর হয়ে নৌযানটি বন্ধ হয়ে যায়। কাপ্তেনের নির্দেশে খড়¯্রােতা মেঘনায় দ্রুত নৌযানটি নোঙর করা হয়। পরে পোর্ট সাইডের প্যাডেলে প্রায় ১শ ফুট দীর্ঘ রোপ ওয়্যার পেচানো অবস্থায় পাওয়া যায়।
বিষয়টি তৎক্ষনাত বিআইডব্লিউটসি’র নিয়ন্ত্রন কক্ষ সহ উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করার পরে দ্রুত ঢাকা থেকে এমভি বাঙালী নৌযান দূর্ঘটনা কবলিত পিএস অস্ট্রিচ-এর কাছে যায়। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে এমভি বাঙালী পিএস অস্ট্রিচ-এর গায়ে ভিড়ে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে সকাল ১১টায় বরিশালে পৌছে। বরিশাল থেকে সাড়ে ১১টার মধ্যে যাত্রা করে পর্যায়ক্রমে ঝালকাঠী, কাউখালী, পিরোজপুর, চরখালী, সন্ন্যশী, বড়মাছুয়া হয়ে সন্ধা ৭টার দিকে বাঙালী বাগেরহাটের মোড়েলগঞ্জে পৌছেছে।
এদিকে দূর্ঘটনা কবলিত নৌযনটির বাম পাশের প্যাডেলটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় ডান পাশের পাডেলের সাহায্যে চালিয়ে সোমবার বিকেল ৩টার দিকে বরিশাল বন্দরে নিয়ে আসা হয়েছে। ঢাকা থেকে কয়েকজন যান্ত্রিক আজ সকালে বরিশালে পৌছার পরে স্থানীয় প্রকৌশলী এবং নৌযানটির ইঞ্জিন কর্মকতার তত্ত্বাবধানে এর মেরামত শুরু হবে বলে জানা গেছে। তবে ঠিক কবে নাগাদ পিএস অস্ট্রিচ সচল হবে তা নিশ্চিত করে বলতে পারেননি রাষ্ট্রীয় নৌ বানিজ্য প্রতিষ্ঠানটির দায়িত্বশীল মহল।