বিসিসি নির্বাচনে রিটানিং কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা নিয়োগ বিসিসি নির্বাচনে রিটানিং কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা নিয়োগ - ajkerparibartan.com
বিসিসি নির্বাচনে রিটানিং কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা নিয়োগ

6:58 pm , June 13, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ সিটি ভোটের রিটার্নিং কর্মকর্তা ও ১০ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। এদের মধ্যে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মুজিবুর রহমানকে রিটার্নিং অফিসার এবং বিভিন্ন জেলা ও উপজেলার নির্বাচন কমকর্তাদের সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আর রিটার্নিং কর্মকর্তা নির্বাচনের মধ্যে দিয়ে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুর” হলো।

এদিকে নির্বাচনের কার্যক্রম শুর”র প্রথম দিনেই গতকাল বুধবার বিভিন্ন পর্যায়ের সম্ভাব্য প্রার্থীরা নথুল্লাবাদে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে খোঁজ খবর নিতে দেখা গেছে। মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেয়ার সময় সংক্রান্ত বিষয়ে তথ্য সংগ্রহ করেন তারা।

জানাগেছে, ২০১৩ সালে সিটি নির্বাচনের পরে প্রথম সভা অনুষ্ঠিত হয় ২৪ অক্টোবর। সে অনুযায়ী বরিশাল সিটি’র বর্তমান পরিষেদের পাঁচ বছর পূর্ন হবে আগামী ২৩ অক্টোবর। আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানাগেছে, সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার মৌখিক ভাবে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের রূপ-রেখা তুলে ধরেন। ওইদিনই প্রধান নির্বাচন কমিশনার ১৩ জুন থেকে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুর” হবে বলে ঘোষনা দিয়েছিলেন। সে অনুযায়ী গতকাল বুধবার আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুর” হয়েছে। কার্যক্রমের অংশ হিসেবে প্রথম দিনেই নির্বাচনের জন্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমানকে রিটার্নিং অফিসার এবং বরিশাল জেলার নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, ভোলা, ঝালকাঠি, বরগুনা ও রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা, বরিশাল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা, বরগুনা সদর উপজেলা, বাকেরগঞ্জ, লালমোহান, মঠবাড়িয়া, পিরোজপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারি রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তাদের নেতৃত্বেই পরিচালিত হবে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনী কার্যক্রম।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪১ হাজার ৯৫৯ জন হয়েছে। যার মধ্যে এক লাখ ২১ হাজার ৩৩২ জন পুর”ষ এবং এক লাখ ২০ হাজার ৬২৭ জন নারী ভোটার। সে তুলনায় এবার পুর”ষ ভোটার বেশি।

তাছাড়া ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ জুনের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ১ ও ২ জুলাই। ৯ জুলাই প্রার্থিতা প্রতাহারের শেষ দিন নির্ধারন রয়েছে। এর পর ১০ জুলাই প্রতিক বরাদ্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT