6:55 pm , June 13, 2018

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ ॥ আগামী ২০২১ সালের মধ্যে দেশে লোডশেডিং বলতে কোন কথা থাকবে না। দেশ আজ উন্নয়নশীল দেশের দারপ্রান্তে। দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হবে। ইতি মধ্যেই আমরা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে মহাকাশের সাথে সংযুক্ত হয়েছি, যা সুফল ইতিমধ্যে বইতে শুরু করেছে। দেশের ৩ কোটি কৃষক আজ ডিজিটাল তথ্য সেবা নিতে শুরু করেছে। বিএনপি জমায়াত শাসনামলে সরকারি কোনো সাহায্য গরিব মানুষের কাছে পৌঁছায়নি। বর্তমান সরকারের আমলে বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতা দিয়ে আসছেন। বর্তমান সরকারের উন্নয়ন কমকাকান্ডে আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়ার প্রশংসা করলেন সমাজ কল্যান মন্ত্রী রাশেদ খান মেনন এমপি। মন্ত্রী বলেন দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে বর্তমান সরকারের কোনো বিকল্প নেই। তাই এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সরকারকে পুনঃরায় ভোট দিয়ে ক্ষতায় আনতে হবে। বুধবার বাদ আসর বাবুগঞ্জ খানপুরা রাশেদ খান মেনন মডেল স্কুল এন্ড কলেজ মাঠে সমাজ কল্যান মন্ত্রী রাশেদ খান মেননের ব্যক্তিগত উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে এ সব কথা বলেন। জেলা ওর্য়ার্কাস পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে ও যুব মৈত্রীর সভাপতি আলাউদ্দিন খান’র সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল-৩ আসনের এমপি এ্যাডঃ শেখ মোঃ টিপু সুলতান, বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম(পিপিএম), পুলিশ কমিশনার মাহাফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার উত্তর হাবিবুর রহমান খান, বাবুগঞ্জ ইউএনও সুজিত হাওলাদার, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) বিবি খাদিজা, অধ্যক্ষ আব্দুল মোতালেব হাওলাদার, বাবুগঞ্জ থানার ওসি আব্দুস সালাম, এয়ারপোর্ট থানার ওসি আনোয়ার হোসেন, অধ্যাপক গোলাম হোসেন, সাহিন মাহামুদ প্রমূখ। এ ছাড়াও ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতি নেতাকর্মী, সাংবাদিক, এতিম শিশু, প্রশাসন এর উধ্বত্বন কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।