স্বেচ্ছাসেবক দলের আট কমিটি বিলুপ্ত স্বেচ্ছাসেবক দলের আট কমিটি বিলুপ্ত - ajkerparibartan.com
স্বেচ্ছাসেবক দলের আট কমিটি বিলুপ্ত

6:54 pm , June 13, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ স্বেচ্ছাসেবক দলের চার উপজেলা ও চার পৌর কমিটি বিলুপ্ত ঘোষনা করেছে জেলা কমিটি। গতকাল বুধবার জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় কমিটি বিলুপ্ত করা হয়। চার উপজেলা ও চার পৌর কমিটি হলো-বাকেরগঞ্জ, বানারীপাড়া, আগৈলঝাড়া, গৌরনদী। আট কমিটি মেয়াদ উত্তীর্ন হওয়ায় বিলুপ্ত করা হয়েছে। জেলার সাংগঠনিক সম্পাদক জাবের আবদুল্লাহ সাদী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে। জরুরী ওই সভায় সভাপতিত্ব করেন সভাপতি জেএম আমিনুল ইসলাম লিপন। উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জনি, সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান আউয়াল, সাংগঠনিক সম্পাদক জাবের আবদুল্লাহ সাদী, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মামুন ভূইয়া প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT