মাদক ব্যবসায়ী ও দস্যুদের করুন পরিস্থিতির শিকার হতে হবে-র‌্যাব মহাপরিচালক মাদক ব্যবসায়ী ও দস্যুদের করুন পরিস্থিতির শিকার হতে হবে-র‌্যাব মহাপরিচালক - ajkerparibartan.com
মাদক ব্যবসায়ী ও দস্যুদের করুন পরিস্থিতির শিকার হতে হবে-র‌্যাব মহাপরিচালক

6:50 pm , June 12, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ সুন্দরবনকে জল ও বনদস্যু মুক্ত ঘোষনা করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এই ঘোষনা দেয়ার কথা জানিয়ে জল ও বনদস্যুদের স্বাভাবিক জীবনে ফিরে আসার তাগিদ দিয়েছে র‌্যাব মহা-পরিচালক বেনজীর আহম্মেদ। এই জন্য তিনি সময় বেধেঁ দিয়ে বলেছেন, সুন্দরবনের জলদস্যুদের জন্য অনন্তকাল অপেক্ষা করবো না, টাইম লাইন অক্টোবর। আমরা চাই অক্টোবরের মধ্যে সুন্দরবনকে পূর্নাঙ্গভাবে জলদস্যু মুক্ত করা হবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। যারা নিজ ইচ্ছায় আইন শৃংখলা বাহিনীর কাছে আত্মসমর্পন করবেন, তারা বেঁচে যাবেন অন্যথায় র‌্যাব তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করলে কি হবে, সেটা আপনারাই ভালো জানেন। গতকাল মঙ্গলবার নগরীর রুপাতলীতে র‌্যাব -৮ সদর দপ্তরে আতœসমর্পনকৃত জলদস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরন ও পুনর্বাসন প্রকল্প উদ্ধোধন কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, হত্যা ও ধর্ষন মামলা বাদে বাকি মামলা প্রত্যাহার করার ব্যবস্থা করা হবে। যারা নিরীহ লোকদের উস্কানী দিয়ে পানিতে নামিয়ে জলদস্যুর কাজে লিপ্ত করেছে তারাও রেহাই পাবেনা। ইতিমধ্যে ২৩ টি গ্রুপের ২৫০ লোক আত্মসমর্পন করেছে। এরা প্রত্যেকে বর্তমানে ভালো আছে। তাই এখনো যারা সুন্দরবনে জলদস্যু বনদস্যুতায় জড়িত রয়েছেন তারা দ্রুত ধরা দেন। দস্যুতা ছেড়ে ফিরে আলোর পথে ফিরে আসুন। অক্টোবরের পরে আপনাদের কঠিন পরিস্থিতির শিকার হতে হবে বলে হুশিয়ারী উচ্চারন করেন র‌্যাব মহাপরিচালক।

বর্তমানে দেশ ব্যাপী মাদক বিরোধী অভিযান বিষয়ে বলেন, প্রধানমন্ত্রী আমাকে ডেকে নিয়ে মাদকের হাত থেকে দেশকে রক্ষার আহবান করেছেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়ে যেতে বলেছেন প্রধানমন্ত্রী। তার নির্দেশনা বাস্তবায়নে র‌্যাব কাজ করছে। কিন্তু মাদকের বিরুদ্ধে চলমান এই অভিযান একটি শ্রেনী নস্যাৎ করার পায়তারা চালাচ্ছে। তবে তাদের কোন ষড়যন্ত্রই সফল হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দেশকে মাদক মুক্ত করতে র‌্যাব বাহিনী কার্যক্রম চালিয়ে যাবে।

তিনি হুঁশিয়ারী দিয়ে বলেন, মাদক সরবরাহ বন্ধের সাথে সাথে দেশ থেকে মাদকের চাহিদা কমিয়ে আনা হবে। মরন নেশা মাদকের সাথে যেই সম্পৃক্ত থাকুক কাউকেই ছাড় দেয়া হবে না। হয় ভালোর পথে ফিরতে হবে, নয়তো করুন পরিস্থিতি’র শিকার হতে হবে বলেন মহাপরিচালক।

এদিকে অনুষ্ঠানে র‌্যাবের কাছে আত্মসমর্পনকরা জলদুস্যদের পুনর্বাসনের জন্য ২০টি পরিবারের মাঝে সেলাই মেশিন, ৪টি পরিবারে শিক্ষা সহায়তায় আর্থিক অনুদান এবং আত্মসমর্পনকারী সকল জলদস্যুদের পরিবারের কাছে ঈদ উপহার তুলে দেয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT