ঘুষের সাড়ে ১৪ লাখ টাকাসহ সওজ’র প্রকৌশলী আটক ঘুষের সাড়ে ১৪ লাখ টাকাসহ সওজ’র প্রকৌশলী আটক - ajkerparibartan.com
ঘুষের সাড়ে ১৪ লাখ টাকাসহ সওজ’র প্রকৌশলী আটক

7:05 pm , June 11, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ সড়ক ও জনপথ’র (সওজ) বরগুনার উপ-বিভাগীয় প্রকৌশলীকে ঘুষের সাড়ে ১৪ লাখ টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার বিকেলে পরিচালিত অভিযানে আটক উপ-বিভাগীয় প্রকৌশলী হলো- শামসুল শাহরিয়ার ভূঁইয়া। এ ঘটনায় গতকাল বরগুনা থানায় তার বিরুদ্ধে মামলা করেছে দুদক’র পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।

দুদক উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, গোপনে তারা খবর পেয়েছেন ওই প্রকৌশলী ঠিকাদারদের বিভিন্ন উন্নয়নমুলক কাজের বিল ইস্যু করে ঘুষ হিসেবে ১৫ লাখ টাকা নিয়েছেন। এই খবরে দুপুর সাড়ে তিনটার দিকে পটুয়াখালী কার্যালয়ের একটি দল অভিযান করে। তারা প্রকৌলশীর অফিস ও তিন তলায় বাস করা কক্ষ থেকে ১৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়েছে। অভিযানে বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ইয়ানুর রহমান উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT