6:16 pm , April 21, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ রহমতপুর থেকে হেমায়েত হোসেন নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাব-৮ এর একটি দল। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় রহমতপুর গ্রামের জনৈক মোঃ দেলোয়ার হোসেন এর বসত বাড়ীর উত্তর পার্শ্বে কাঁচা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়েছে। র্যাব অফিসের দেয়া এক মেইলের মাধ্যমে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হেমায়েত হোসেনকে আটক করে তার কাছে থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে। হেমায়েত পশ্চিম রহমতপুর গ্রামের মৃত আজাহার সরদারের ছেলে। এ ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ নূর উদ্দিন বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।