7:02 pm , June 10, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান খসরুকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার রাতে গোয়েন্দা পুলিশের এসআই দেলোয়ার হোসেন সহ একটি দল তাকে গ্রেফতার করে। রাতেই তাকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এব্যাপারে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ আওলাদ জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযোগের ব্যাপারে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, ক্লীন ইমেজের অধিকারী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খসরু দীর্ঘদিন ধরেই রাজনীতিতে নিষ্ক্রিয় রয়েছেন। গত কয়েক বছর ধরেই দলীয় কোন কর্মকান্ডে তাকে মাঠে দেখা যায়নি।