6:51 pm , June 10, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন অমাবশ্যার কোটালে ভর করে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপটি স্থল নিম্নচাপে পরিনত হয়ে সন্দ্বীপ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় দক্ষিণাঞ্চলেও কিছুটা দূর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। কুয়াকাটা সহ সংলগ্ন উপকূলীয় এলাকায় সাগর মাঝারী মাত্রায় উত্তাল রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে শনিবার সন্ধার পর থেকে দক্ষিণাঞ্চলে ৪৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বজ্র-বৃষ্টি জনজীবনে কিছুটা স্বস্তি নিয়ে এলেও ঈদের বাজার অনেকটা ¤¬ান করে দিয়েছে। গতকালও দিনভরই মেঘাচ্ছন্ন আকাশ বষ্টি ঝড়িয়েছে দক্ষিণাঞ্চলে। বরিশাল ও পটুয়াখালী সহ উপকূলীয় সব নদী বন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ফলে অনধিক ৬৫ ফুট দৈর্ঘ্যরে সব যাত্রীবাহী নৌযানের চলাচল বন্ধ রাখা হয়েছে। পায়রা সহ সবগুলো সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বরিশাল সহ উপকূলীয় এলাকায় ভারী বর্ষণের সম্ভবনার কথাও জানিয়েছে আবহাওয়া বিভাগ।
এমনকি আসন্ন আমাবশ্যার কোটালে ভর করে আজ সকালের পরবর্তি ৪৮ ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ। গতকাল সকালের পূর্ববর্তী ২৪ ঘন্টায় বরিশালে ৫৯, ভোলাতে ৪৮ ও পটুয়াখালীতে ৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত বরিশালে আরো ২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে । গতকাল সকাল ১০টার পর থেকে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারী বর্ষনে তাপমাত্রা গত এক সপ্তাহের সর্বনিম্নে ২৯ ডিগ্রী সেলসিয়াসে নেমে এলেও সপ্তাহের প্রথম কর্মদিবসে স্বাভাবিক জনজীবন কিছুটা স্থবির হয়ে পরে।
আষাঢ়ের আমবশ্যার ভরা কোটালে ভর করে বৃষ্টিপাতের প্রবনতা বৃদ্ধির পাশাপাশি বজ্র বৃষ্টি সহ ঝড়ো হাওয়ার ফলে ঈদে ঘরমুখী নৌযাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। আগামীকাল থেকে রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম অঞ্চলের ঘরমুখী কর্মজীবী ও শ্রমজীবী মানুষ চাঁদপুর ও লক্ষ্মীপুর হয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে যাত্রা করবে। কিন্তু আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধির সাথে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টির প্রবনতাও বৃদ্ধির আশংকা রয়েছে। এবারের ঈদের আগে পরে রাজধানী ও সন্নিহিত এলাকা ছাড়াও চট্টগ্রাম অঞ্চলের অন্তত দশ লাখ মানুষ দক্ষিণাঞ্চলে যাতায়াত করবে। যার সিংহভাগই নৌপথকে ব্যবহার করবেন। ওয়াকিবহাল মহল থেকে বারবারই এবার নৌপথে ঈদ যাত্রীদের নিরাপত্তায় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।