6:50 pm , June 10, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ ঈদে পোষাক বাজারে ক্রীড়া সামগ্রী বিক্রিকারী দোকানও জমজমাট। ঈদের পোষাকের সাথে সাথে জার্সি, পতাকাসহ ক্রীড়া সমাগ্রী বিক্রি বেড়েছে। নগরীর চক বাজার এলাকার ক্রীড়া সামগ্রী বিক্রিকারী প্রতিষ্ঠানে গিয়ে এ তথ্য পাওয়া গেছে। সেখানে গিয়ে দেখা গেছে, ঈদের পোষাক ক্রয় করার পর ভীর করছে ক্রীড়া সামগ্রী বিক্রিকারী প্রতিষ্ঠানে। কয়েকদিন পর শুরু হওয়া বিশ্বকাপ ফুটবলের প্রিয় দলের জার্সি, পতাকাসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী ক্রয় করছে নগরবাসী। ব্রাজিল আর আর্জেন্টিনার জার্সি ও পতাকার চাহিদা বেশি দেখা গেছে। এ বিষয়ে টেন স্পোর্টস’র স্বাক্ষর’র সাথে আলাপকালে তিনি বলেন, ঈদের কেনাকাটায় আসা সিংহ ভাগ ক্রেতারা পছন্দের ফুটবল দলের পতাকা ও জার্সি কিনছে ঈদের পোষাকের ন্যায় আনন্দ সহকারে। শিশু থেকে শুরু করে মেয়েরাও রয়েছে এই ক্রেতাদের তালিকায়। ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি ও পতাকাই মুলত বিক্রী হচ্ছে বলে জানান তিনি। এছারাও জার্মানি. স্পেন, ইতালী, ফ্রান্স এর জার্সিও বিক্রী হচ্ছে ভালই। এ সকল জার্সিগুলো মান অনুযায়ী বিভিন্ন দরে বিক্রি হচ্ছে। লোকাল থেকে শুরু করে ভালো মানের জার্সি বিক্রী হচ্ছে ২০০ থেকে হাজার টাকা পর্যন্ত। পতাকা বিক্রী হচ্ছে আকার এর ওপর ভিত্তি করে।