ঈদে মাষ্টার ব্রিজে যাত্রী পরিবহন নিষিদ্ধ ঈদে মাষ্টার ব্রিজে যাত্রী পরিবহন নিষিদ্ধ - ajkerparibartan.com
ঈদে মাষ্টার ব্রিজে যাত্রী পরিবহন নিষিদ্ধ

6:30 pm , June 10, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন ঈদ যাত্রায় নৌ পথে মাষ্টার ব্রিজে যাত্রী পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। সেই সাথে অজ্ঞান ও মলম পার্টি সহ প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকাতে লঞ্চ মাস্টার, ড্রাইভার সহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রীবাহী লঞ্চের মাষ্টার, ড্রাইভার ও সুপারভাইজারদের নিয়ে সচেতনতামুলক সভায় এই সিদ্ধান্ত হয়েছে। গতকাল রোববার বিকাল ৩টায় নগরীর আধুনিক নৌ বন্দরের সভা কক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ’র আয়োজনে সচেতনতা মুলক এই সভাপটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) উত্তম কুমার পাল।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তাহারুল ইসলাম, বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা সরকার মিঠু, বরিশাল সদর নৌ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. বেল্লাল হোসেন, পরিদর্শক আবু তাহের।

এছাড়াও বরিশাল-ঢাকা সহ আভ্যন্তরিন নৌ রুটে চলাচলকারী বিভিন্ন লঞ্চের মালিক, সকল লঞ্চের মাষ্টার, ড্রাইভার ও সুপারভাজারগন উপস্থিত ছিলেন।

সচেতনতা মুলক সভার প্রধান আলোচ্য বিষয় ছিলো নিরাপদ ঈদ যাত্রা ও অজ্ঞান, মালম এবং প্রতারক চক্র। নৌ পথে অতিরিক্ত যাত্রী বোঝাই এবং নদী পথে প্রতিযোগিতা না করে নিরাপদে যাত্রী পারাপারের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান কর্মকর্তাবৃন্দ। পাশাপাশি প্রতারক চক্রের হাত থেকে যাত্রীদের রক্ষায় সকলকে সচেতন হওয়ার পাশাপাশি এ বিষয়ে প্রচার প্রচারনার জন্য তাগিদ দেয়া হয়েছে। বিশেষ করে ঈদ মৌসুমে লঞ্চের মাষ্টার ব্রিজে যাত্রী পরিবহন পুরোপুরি ভাবে নিষিদ্ধ করা হয়েছে। তাছাড়া স্টাফ কেবিনে যাত্রী পরিবহন না করার বিষয়েও গুরুত্বারব করা হয়েছে। ভ্রাম্যমান ফেরিওয়ালারা যাতে লঞ্চে কিংবা টার্মিনালে অবস্থান না করতে পারে সে বিষয়ে নৌ পুলিশ, নগর পুলিশ ও লঞ্চ স্টাফদের শতর্ক থাকার জন্য বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT