6:49 pm , June 9, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ উজিরপুরের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদের পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে চাপা পড়ে দুই কিশোর মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘাটের নিচ থেকে দুই কিশোরের লাশ উদ্ধার করেছে। দুই কিশোর হলো-উজিরপুর উপজেলার চেংগুড়িয়া গ্রামের টিটু বিশ্বাসের ছেলে রাহাত (১৫) ও প্রতিবেশী আব্দুর রাজ্জাক এর ছেলে রুম্মান (১৬)। ফায়ার সার্ভিস’র বানারীপাড়া স্টেশনের লিডার আলতাফ হোসেন জানান, বিকাল ৩টার দিকে দুই কিশোর গুঠিয়ার বায়তুল আমান জামে মসজিদে গোসল যায়। এদের মধ্যে থেকে একজন ডুব দিয়ে পুকুরের ঘাটের নিচে আটকে পড়ে। তাকে রক্ষা করতে গিয়ে অপর কিশোরও আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘন্টা ব্যাপী তৎপরতা চালিয়ে দুই কিশোরকে উদ্ধার করা হয়েছে।