স্বেচ্ছাসেবক দল জেলার সভা অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল জেলার সভা অনুষ্ঠিত - ajkerparibartan.com
স্বেচ্ছাসেবক দল জেলার সভা অনুষ্ঠিত

6:37 pm , June 9, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নবগঠিত বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত সদর রোডে বিএনপি’র দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জেএম আমিনুল ইসলাম এর সভাপতিতে অনুষ্ঠিত সভায় দলের কার্যক্রম গতিশিল এবং সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

বিশেষ করে আগামী তিন দিনের মধ্যে হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, গৌরনদী ও উজিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক প্রতিবেদন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদকের নিকট জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সেই সাথে থানা কমিটির সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে পরবর্তীতে থানা পর্যায়ে কর্মী সভার সিদ্ধান্তও হয়েছে ওই সভায়।

স্বেচ্ছাসেবক দলের ওই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মাহাবুবুর রহমান পিন্টু। এছাড়া অন্যান্যদের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দল জেলা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদী, সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান আউয়াল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভূইয়া মামুন সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT