তাপদাহে ঈদ বাজার দিনে শুন্য তাপদাহে ঈদ বাজার দিনে শুন্য - ajkerparibartan.com
তাপদাহে ঈদ বাজার দিনে শুন্য

7:01 pm , June 8, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ ঈদের বাকি মাত্র এক সপ্তাহ। কিন্তু ঈদ বাজারের কেনা কাটায় প্রভাব ফেলেছে আবহাওয়া। প্রচন্ড তাপদাহে গতকাল শুক্রবার ছুটির দিনে ক্রেতা শুন্য ছিল নগরীর বিপনি বিতান। দোকানীদের দিনভর দেখা গেছে অলস অবসর পাড় করতে। তারা জানিয়েছেন, গত কয়েকদিনের তাপদাহে ক্রেতা এলেও গতকাল প্রচন্ড তাপদাহে দিনভর প্রায় ক্রেতা শুন্য ছিল নগরীর চকবাজার, নাজির মহল্লা, কাটপট্রি সহ তৈরি পোষাক বিক্রিকরা প্রতিষ্ঠানের এলাকা। তবে বিকেলের পর ক্রেতারা ভীর করেছে ওই সকল এলাকায়।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার নগরীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩২ ডিগ্রী সেলসিয়াস। দুপুরে পর তাপদাহ ঘরে অবস্থান করা দায় হয়ে পড়েছিল। তীব্র গরমে রোজা রেখে ক্রেতারা বিপনিমুখো হয়নি। তাই ক্রেতার সংখ্যাও ছিলো খুবই কম। সাধারন দোকানে ক্রেতা না থাকলেও ঈদ বাজারের শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে কিছুটা ভীর ছিল। তবে সেখানের দোকানিরা জানিয়েছেন এদের মধ্যে ক্রেতা নয় দর্শনার্থীর সংখ্যাই বেশি ছিলো। প্রচন্ড গরমে হাপিয়ে উঠে শীতল পরশ পেতে তারা এসেছে পন্য যাচাই করতে। তবে বেলা গড়াবার সাথে সাথে রোদের তাপ কমার পর থেকে আস্তে আস্তে বারতে থাকে ক্রেতাদের আগমন। পরিবার পরিজন নিয়ে তারা আসেন ঈদ কেনাকাটা করতে। বিকেল থেকে সন্ধ্যার পরেই মোটামুটি জমজমাট হয়ে ওঠে নগরীর ঈদ বাজার।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT