6:58 pm , June 8, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ ঈদ যাত্রায় অতিরিক্ত যাত্রী থাকা লঞ্চে না উঠতে যাত্রীদের প্রতি আহবান জানিয়েছেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক। গতকাল শুক্রবার নৌ-বন্দর পরিদর্শনকালে লঞ্চ কতৃপক্ষের প্রতি ওই আহবান জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে, ঈদের সময় প্রতিটি লঞ্চ ঘাট ত্যাগ করার নির্ধারিত সময় রয়েছে। কিন্তু যাত্রীর সংখ্যা বেশি হয়। তাই নির্ধারিত সময়ের পূর্বে ঘাট ত্যাগ করতে হয়। তিনি জানান, ঈদে প্রায় ২৫ লাখ মানুষ ঢাকা থেকে নৌ পথে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করবে। এরমধ্যে বেশিরভাগই দক্ষিণাঞ্চলের যাত্রী। বিশেষ করে বরিশালের যাত্রীই বেশি। কিন্তু লঞ্চের সংখ্যা বেশি না হওয়ায় যাত্রীদেরকে সচেতন আহবান জানান তিনি। যাতে অতিরিক্ত যাত্রী থাকা লঞ্চে যেন তারা না ওঠেন।