6:08 pm , April 21, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বৈরি আবহাওয়ার কারনে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বরিশাল-ঢাকা রুটে চলাচলকারী ইউএস বাংলার একটি বিমান। অক্ষত রয়েছে বিমানের অর্ধশতাধিক যাত্রী। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার। বৈরি আবহাওয়ার কারনে বিমানটি ঢাকায় অবতরন করতে ব্যর্থ হয়েছে। বরিশাল বিমান বন্দরের ব্যবস্থাপক মো. হানিফ গাজি জানান, ইউএস বাংলার বিমানটি বরিশাল বিমান বন্দর থেকে দুপুর ১ টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বিমানে চালকসহ যাত্রী ছিলো ৭৮ জন। বিমানটি ঢাকা পৌছানোর পর দুর্যোগপূর্ন আবহাওয়ার সম্মুখীন হয়। এই কারনে বিমানটি ঢাকায় অবতরন করেনি। যাত্রী ও বিমান রক্ষায় চট্টগ্রামে গিয়ে অবতরণ করে। বিকেল ৩টা ৪০ মিনিটে চট্রগ্রাম বিমান বন্দরে অবস্থান করার পর আবহাওয়া অনুকুলে আসার জন্য অপেক্ষা করা হয়। আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর বিকেলে যাত্রীদের নিয়ে বিমানটি ঢাকায় ফিরেছে।