6:59 pm , June 7, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ ঈদে যাত্রীরা বহন করা কোন পণ্যের ভাড়া দিতে হবে না। শুধু মাত্র শ্রমিকদের বহন করা পন্যর ৯০ কেজি হলে ৩০ টাকা ভাড়া নিতে পারবে ঘাট ইজারাদাররা। পন্য’র ভাড়া আদায়ের নামে যাত্রীদের হয়রানি করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সুষ্ঠু, সুন্দরভাবে ঈদ উদযাপন নিশ্চিত করণের কর্মপন্থা গ্রহনের লক্ষ্যে জেলা প্রশাসন’র সমন্বয় সভায় এ সিদ্বান্ত নেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঈদের পূর্বে ও পরের তিনদিন নগরী আইন শৃঙ্খলা ও সাবিক পরিস্থিতি নিয়ন্ত্রন রাখাসহ নানা সিদ্বান্ত নেয়া হয়েছে। এর মধ্যে লঞ্চ ও বাসষ্ট্যান্ডের যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ রাখা, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রনে রাখা ও লঞ্চ-বাসে অতিরিক্ত যাত্রী পরিবহন করতে না দেয়ার সিদ্বান্ত নেয়া হয়েছে। এছাড়াও মলম ও অজ্ঞান পার্টি প্রতিরোধে লঞ্চে ভিডিও ক্যামেরাসহ পুলিশের একটি দল অবস্থান করবে। অপরদিকে, বরিশাল থেকে ঢাকার বাস ভাড়া ৫১২ টাকা নির্ধারন করা হয়েছে। তবে ঢাকার মালিবাগ পর্যন্ত এ ভাড়া ৫৭০ টাকা পর্যন্ত বর্ধিত হবে। বরিশাল থেকে চট্টগ্রামে ১৩’শ টাকা, খুলনা ২৫০ টাকা, বেনাপোলে ৪৩০ টাকা সহ অন্যান্য রুটে বাস ভাড়া নির্ধারনের তথ্য জানানো হয়। সভায় মহা সড়কে সকল ধরনের বাজার সরিয়ে নেয়া জন্য সকল ইউএনওকে চিঠি দেয়া হবে বলে জানানো হয়। বাসষ্টান্ডের টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং নারী ও পুরুষদের জন্য পৃথক টয়লেট রাখা, মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় হয়। এছাড়া দুর্ঘটনা কবলিত স্থানের কাছাকাছি রেকার রাখার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়। জেলা প্রশাসনের নেয়া সিদ্বান্ত উপস্থাপন করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইকবাল আখতার। সভায় উপস্থিত ছিলেন বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহেদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খান মোহাম্মদ আবু নাসের, র্যাব’র সহকারী পরিচালক আউয়াল হোসেন, বাস মালিক সমিতি সভাপতি আফতাব হোসেন, আজিজুর রহমান শাহিন, কাওসার হোসেন শিপন, জেলা আনসার পরিচালক কামাল আহমেদ প্রমুখ।