স্বেচ্ছাসেবক দলের নতুন দুই কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দলের নতুন দুই কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত - ajkerparibartan.com
স্বেচ্ছাসেবক দলের নতুন দুই কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

6:58 pm , June 7, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ সদ্য ঘোষিত বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই পরিচিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রিয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও মহানগর কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাড. মজিবর রহমান সরোয়ার। এ সময় বিএনপি’র রাজনীতিকে আরো শক্তিশালী করে তুলতে স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম আরো গতিশউল করার আহ্বান জানান মজিবর রহমান সরোয়ার। এর পূর্বে গত বুধবার ঘোষনা হওয়া স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ নগরীতে মোটর সাইকেল শোডাউন দিয়েছে। এসময় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ওই শোডাউনে অংশগ্রহন করে। তাছাড়া নবগঠিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান মহানগরীর বিভিন্ন ওয়ার্ড এবং জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দল কমিটির নেতৃবৃন্দ। স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক জাবের আব্দুল্লাহ সাদী জানান, বুধবার স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলা ও মহানগরে সুপার ফাইভ কমিটি ঘোষনা দেয় কেন্দ্রিয় কমিটি। এতে জেলা কমিটিতে জেএম আমিনুল ইসলাম লিপনকে সভাপতি ও আরিফুল ইসলাম জনিকে সাধারণ সম্পাদক ও জাবের আব্দুল্লাহ সাদীকে সাংগঠনিক সম্পাদক, মহানগরে মাহবুবুর রহমান পিন্টুকে সভাপতি, মশিউর রহমান মঞ্জুকে সাধারণ সম্পাদক ও রাশেদুজ্জামান রাশেদকে সাংগঠনিক সম্পাদক করা হয়। কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে নগরীতে বিশাল মোটরসাইকেল শোডাউন দিয়েছে। নেতৃবৃন্দ নগরী থেকে শোডাউন শুরু করে রহমতপুর বিমানবন্দরে যায়। সেখানে বিএনপি’র যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারকে শুভেচ্ছা জানান তারা। পরবর্তীতে সেখান থেকে তাকে শোডাউন দিয়ে সদর রোডে অশ্বিনী কুমার হল সংলগ্ন দলীয়কার্যালয়ের সামনে নিয়ে আসা হয়। বিকাল সাড়ে ৩টার দিকে সেখানে অনুষ্ঠিত হয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রিয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব আলহাজ্ব এ্যাড. মজিবর রহমান সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ ও দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহীন। প্রধান অতিথি স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন। পাশাপাশি দল এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন তিনি। এছাড়া নবগঠিত কমিটিকে অতি দ্রুত তাদের কমিটি পূর্নাঙ্গ ও ইউনিট কমিটি গঠনের মাধ্যমে স্বেচ্ছাসেবক দলের কার্যক্রমে গতি ফিরিয়ে আনার জন্য বলেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT