6:57 pm , June 7, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ ঈদ যত কাছে আসছে, ততই জমজমাট হয়ে উঠছে কেনাকাটা। পরিবারের সদস্যসহ স্বজনদের ঈদে নতুন পোষাক’র জন্য সকল শ্রেনীর মানুষ ভীর করছে সাধ্য ও সামর্থ্য অনুযায়ী বিপনি বিতানে। নগরীর মহসিন মার্কেট, সিটি মার্কেটে, নগর ভবনের সামনে জমে উঠেছে ফুটপাতের ঈদ বাজার। ঈদকে কেন্দ্র করে অলিগলিতে ছড়িয়ে পড়েছে মৌসুমী হকারদের ঈদ আয়োজন। প্রখর তাপদাহ উপেক্ষা করে চলছে বেচা কেনা। দোকানিরা জানান, এবার বেশি বিক্রি হচ্ছে জর্জেটের ওপর কাজ করা থ্রি পিচ, বিদেশী পোশাকের মধ্যে ভারতীয় বুটিকস আইটেমের থ্রি পিচ, লন, ভয়েল ও শার্টিনের থ্রি পিচ। এ ছাড়া দেশীয় থ্রি পিচের কাপড়ের মধ্যে প্রিন্টের থ্রি পিচ, ব্লক ও বাটিকের বিভিন্ন ডিজাইন করা থ্রি পিচ বিক্রি হচ্ছে। তা ছাড়া পোশাকের সাথে মিল রেখে বিভিন্ন ধরনের অলঙ্কার, গয়না, সেন্ডেল ও ব্যাগ, সেই সাথে প্রসাধনীও বিক্রি বেড়েছে। ফুটপাথের মার্কেটভেদে ছেলেদের শার্ট বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৫০০ টাকা, জিন্স প্যান্ট ৩৫০ থেকে ৭৫০ টাকা, টি-শার্ট ২৫০ থেকে ৪০০ টাকা, মেয়েদের থ্রি পিচ ৪৫০ থেকে ১২০০ টাকা, শাড়ি ৪৫০ থেকে ১০০০ টাকা, শিশুদের থ্রি কোয়ার্টার জিনস প্যান্ট ৩০০ টাকা, গেঞ্জির সেট ২০০ থেকে ৫০০ টাকা, ফ্রক ও টপস ২৫০ থেকে ৫০০ টাকা, শাড়ি ৫০০ থেকে ১৫০০ টাকা এবং ছেলে ও মেয়ে শিশুদের জন্য হাতাকাটা গেঞ্জি ২০০ থেকে ৪০০ টাকা।