6:06 pm , April 21, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ বাসদ নেতা প্রকৌশলী ইমরান হাবীব রুমন ও ডা. মনিষা চক্রবর্তীসহ কারান্তরীন ৬ নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের করা মামলা প্রত্যাহারসহ মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। গতকাল শনিবার নগরীর অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত এসব কর্মসুচীর আয়োজন করে বাম সংগঠন সিপিবি-বাসদ-গনতান্ত্রিক বাম মোর্চার বরিশাল জেলা কমিটি।
জেলা কমিউস্টি পার্টি সভাপতি এ্যাড. একে আজাদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মহিলা নেত্রী নুর জাহান বেগম, অধ্যাপিকা শাহ সাজেদা, অধ্যাপক দুলাল মজুমদার, অধ্যাপক জলিলুর রহমান, দেওয়ান আঃ রসিদ নিলু ও বদরুজ্জা সৈকত।