6:22 pm , June 6, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ দীর্ঘ প্রায় আট বছর পরে ঘোষনা হওয়া বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি থেকে ছিটকে পড়লেন জ্যেষ্ঠরা। তবে গতকাল ঘোষনা হওয়া সুপার ফাইভ কমিটিতে কপাল খুলেছে জেলা ও মহানগর ছাত্রদল নেতাদের। যুবদলে পদ না পাওয়া ছাত্রদলের ওইসব নেতাদের নিয়েই গঠন করা হয়েছে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি। যে কারনে এই কমিটিকে সুপার হিট কমিটি বলেও আখ্যা দিয়েছেন সংশ্লিষ্ট নেতা-কর্মীরা। অবশ্য নতুন ঘোষনা হওয়া কমিটিতে দু’একজনের স্থান না হওয়া নিয়ে কিছুটা ক্ষোভ বিরাজ করছে পঞ্ছিতদের মধ্যে।
গত ৬ জুন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল অনুমোদিত স্বেচ্ছাসেবক দলের দুটি ইউনিটের বরিশাল জেলায় ছাত্রদলের কেন্দ্রিয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগরের যুগ্ম আহ্বায়ক জেএম আমিনুল ইসলাম লিপনকে সভাপতি, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম জনিকে সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাবের আব্দুল্লাহ সাদিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এছাড়া এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ছাত্রদল কোতয়ালী (সদর উপজেলা) শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান আউয়াল এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ভূইয়া মামুন।
এছাড়া মহানগর স্বেচ্ছাসেবক দলে কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান পিন্টুকে সভাপতি, ছাত্রদল মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক ও বিএম কলেজ শাখার সভাপতি মশিউর রহমান মঞ্জুকে সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান রাশেদকে সাংগঠনিক সম্পাদক মনোনিত করা হয়েছে।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন- ছাত্রদলের সাবেক কমিটির সহ-সভাপতি জাহিদুল ইসলাম সমীর ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খান মো. আনোয়ারকে। গতকাল বুধবার ঘোষনা হওয়া এই কমিটির নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটের পূর্নাঙ্গ তালিকার পাশাপাশি অধিনস্ত ইউনিটের কমিটি কেন্দ্রে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
দলীয় নেতৃবৃন্দ সূত্র জানাগেছে, সর্বোশেষ ২০১০ সালের শেষের দিকে বরিশাল জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয় কেন্দ্র থেকে। এর মধ্যে বিসিসি’র বর্তমান প্যানেল মেয়র ও মহানগর বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব কেএম শহীদুল্লাহকে আহ্বায়ক ও মীর জাহিদুল কবির জাহিদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তিনজনকে যুগ্ম আহ্বায়ক করে জেলা এবং বিসিসি’র ৬নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান টিপুকে আহ্বায়ক ও মাহবুবুর রহমান পিন্টু, ছাত্রদল মহানগর কমিটির আহ্বায়ক খন্দকার আবুল হোসেন লিমন সহ ৫ জনকে যুগ্ম আহ্বায়ক করে মহানগর কমিটির অনুমোদন হয়। কমিটি গঠনের প্রথম দিকে সাংগঠনিক কার্যক্রমে গতি থাকলেও পরবর্তীতে তা ঝিমিয়ে পড়ে। অবশ্য এ জন্য সরকারি দল ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দমন-নীপিড়নকে দায়ি করেন স্বেচ্ছাসেবক দলের নেতারা।
এদিকে নতুন করে স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনের গুঞ্জনে পুনরায় রাজনীতিতে সক্রিয় হন দলের পদধারী নেতারা। স্বেচ্ছাসেবক দলের ব্যানারে বিভিন্ন দলীয় এবং কেন্দ্রিয় কর্মসূচিতে যোগদেন তারা। এদের মধ্যে স্বেচ্ছাসেবক দল জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর জাহিদুল কবির জাহিদ পুলিশের হামলা ও জেলও খাটেন। তিনি স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির সভাপতি পদের দাবীদার ছিলেন। এছাড়া স্বেচ্ছাসেবক দলে পদ পেতে দৌর-ঝাপের কমতি ছিলো না ছাত্রদল মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক খন্দকার আবুল হাসান লিমন সহ ডজন খানেক নেতাদের। কিন্তু স্বেচ্ছাসেবক দলের বাঘা-বাঘা সেই নেতাদের মধ্যেই নিজেদের অবস্থান জানান দেন জেলা ও মহানগর ছাত্রদলের নেতারা। পুরানো নেতাদের বাদ দিয়েই স্বেচ্ছাসেবক দলকে উজ্জিবিত করেন তারা। তারই ফলশ্রুতিতে স্বেচ্ছাসেবক দল জেলা ও মহানগর কমিটিতে নিজেদের অবস্থান খুঁজে পান ছাত্রদলের সিনিয়র ওই নেতারা।
বিএনপি, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার বলছেন, ছাত্রদল নেতাদের নিয়ে কেন্দ্রিয় কমিটি যে কমিটির অনুমোদন দিয়েছে তা সুপার হিট কমিটি হয়েছে। তবে এই কমিটিতে মীর জাহিদুল কবির জাহিদের স্থান হলে কমিটি আরো শক্তিশালী ও গঠনমুলক হতো। মহানগর কমিটিতে মাহবুবুর রহমান পিন্টু’র স্থানে মীর জাহিদের অবস্থান থাকলে দুটি কমিটিই সুপার কমিটি হিসেবে আখ্যা পেতো। তার পরেও যাদের নিয়ে কমিটি হয়েছে তারাই পারে সংগঠনটির কার্যক্রম আরো গতিশিল করতে। তাদের পরবর্তী একটিভিটিই প্রমান করবে স্বেচ্ছাসেবক দলের নতুন এই কমিটি কথা সুপার স্টার বা গঠনমুলক হয়েছে বলে মন্তব্য করেন তারা।