বৃষ্টিবিহীন দক্ষিণাঞ্চলে গরমে জনজীবন বিপর্যস্ত বৃষ্টিবিহীন দক্ষিণাঞ্চলে গরমে জনজীবন বিপর্যস্ত - ajkerparibartan.com
বৃষ্টিবিহীন দক্ষিণাঞ্চলে গরমে জনজীবন বিপর্যস্ত

6:21 pm , June 6, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ ভরা বর্ষা মাথায় করে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের দক্ষিণ-পূর্ব উপকূল হয়ে মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তার লাভের কথা বলা হলেও দাবদাহে দক্ষিণাঞ্চলের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। রোজাদার থেকে আমজনতা দারুণ কষ্টে আছেন। শিশু ও বয়োবৃদ্ধদের দূর্ভোগ আরো বেশী। মঙ্গলবারের তুলনায় গতকাল বরিশালে তাপমাত্রার পারদ বেড়েছে দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। গত তিন দিনে বরিশালে কোন বৃষ্টির দেখা নেই। তবে মঙ্গলবার দেশের সর্বাধিক বৃষ্টি হয়েছে পটুয়াখালীর সাগর সংলগ্ন কলাপাড়াতে ৫৩ মিলিমিটার। গতকাল বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪.৫ ডিগ্রী সেলসিয়াস। যা আগের তিন ছিল ৩৩.৮ ডিগ্রী।

গতকালও দিনভরই বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বেশীরভাগ এলাকা জুড়েই ছিল জৈষ্ঠ্যের দাবদাহের দাপট। দিনভরই নীল আকাশে সাদা মেঘপুঞ্জ ভেসে বেড়ালেও বৃষ্টির কোন দেখা মেলেনি। আর দিনরাতের মৃদু তাপপ্রবাহের সাথে বিদ্যুতের লাগামহীন বিড়ম্বনা চরম দূর্ভোগে ফেলে রোজাদার সহ সাধারন মানুষকে।

তবে গত মাসে সারা দেশে স্বাভাবিক অপেক্ষা ১৪.৩ ভাগ বেশী বৃষ্টি হলেও বরিশাল অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ছিল স্বাভাবিকের ১৬% বেশী। আবহাওয়া বিভাগের দীর্ঘ মেয়াদী বুলেটিনে চলতি মাসে সারা দেশের মত দক্ষিণাঞ্চলেও স্বাভাবিক ৪৮৩ মিলিমিটারের স্থলে ৪৩৫-৫৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভবনার কথা বলা হয়েছে। গতমাসে বরিশাল অঞ্চলে ২৬০ মিলিমিটারের স্থলে ৩০২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের এ পরিমান ছিল স্বাভাবিকের প্রায় ১৫.৯ ভাগ বেশী।

আবহাওয়া বিভাগের মতে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সিলেট, ঢাকা, ময়মনসিংহ বিভাগের ওপর বিস্তার লাভ করেছে। আবহাওয়ার অবস্থা এ মৌসুমী বায়ু আরো অগ্রসর হবার অনুকূলে রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ। অপরদিকে পশ্চিমা লঘুচাপ ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বরিশাল ও খুলনা সহ উপকূলীয় এলাকায় অস্থায়ী দমকা হাওয়া সহ বিজলী চমকানো এবং হালকা থেকে মাঝারী বৃষ্টির কথা জানিয়ে সে সাথে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণও হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ। গতকাল সকালের পূর্ববর্তী ২৪ ঘন্টায় কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন কলাপাড়ায় দেশের সর্বোচ্চ ৫৩ মিলি বৃষ্টি হয়।

তবে বরিশালে গত দুদিন কোন বৃষ্টি না হলেও আজ সকালের পরবর্তী ৪৮ ঘন্টায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সারা দেশে বিস্তার লাভ করবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তবে আবহাওয়ার উল্লেখযোগ্য কোন পরিবর্তনের কোন কথা বলেনি আবহাওয়া বিভাগ। গতকাল বৃষ্টি বিহীন দুঃসহ গরমে দক্ষিণাঞ্চলের রোজাদারদের দূর্ভোগ ছিল চরমে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT