6:19 pm , June 6, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ চেক প্রতারণা মামলার গ্রেপ্তার হওয়ার বাদী স্বাক্ষ্য না দিয়ে পালিয়ে যাওয়ায় দায়িত্বরত পুলিশকে সতর্ক করেছে আদালত। এছাড়াও বাদীকে পূনরায় গ্রেপ্তারের নির্দেশ দেন বিচারক। গতকাল বুধবার দ্বিতীয় যুগ্ম জজ আদালতে এ ঘটনা ঘটে। এরপরে ওই আদেশ দিয়েছেন বিচারক শফিকুল ইসলাম।
পালিয়ে যাওয়া বাদী হলেন- পূবালী ব্যাংকের সিএলএস প্রতিনিধি মেসার্স তালুকদার এন্টারপ্রাইজের ব্যবস্থাপক একেএম লুতফুল করিম। পুলিশ সদস্য হলেন- এএসআই মো. মামুন। আদালত সুত্র জানায়, ২০১৫ সালের ৩১ আগস্ট পলাশপুরের ইউনুছ গাজীর বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে মামলা করে লুতফুল কবির। মামলার পর আদালত থেকে জামিন নিয়ে প্রত্যাখ্যত চেক’র অর্থ পরিশোধ করে। কিন্তু বাদী আদালতে হাজির না হওয়ায় মামলা দীর্ঘদিন ধরে নিস্পত্তি করা সম্ভব হয়নি। তাই আদালত বাদীকে গ্রেপ্তারের নির্দেশ দেয়। আদালতের নির্দেশে গত ৬ জুন তাকে গ্রেপ্তার করে এএসআই মামুন। গতকাল ওই আদালতের বিচারাধীন মামলায় স্বাক্ষ্য দেয়ার দিনক্ষন নির্ধারিত ছিল। কিন্তু স্বাক্ষ্য গ্রহনের পূর্বে এএসআই মামুনকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় বাদী। তাই স্বাক্ষ্য গ্রহনের সময় দীর্ঘক্ষন বাদীকে ডাকাডাকি করে পাননি বিচারক। তখন এএসআই মামুনকে তলব করা হয়। জরুরী তলবে এএস আই মামুন আদালতে উপস্থিত হয়ে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনার মাধ্যমে মৌখিক ভাবে অঙ্গীকার দেয়। আদালত তাকে সর্তক করে ক্ষমা করে দেয়। একইসাথে লুতফুলকে পুনরায় গ্রেপ্তার করার নির্দেশ দেন।