6:18 pm , June 6, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর কালুশাহ সড়ক মীরা বাড়ি পোল এলাকায় নির্মানাধীন পাঁচতলা ভবনের রেলিং ধ্বস পাশের টিনসেট ভবনের উপর পড়েছে। এতে অল্পের জন্য প্রানে রক্ষা পেয়ে সাত বয়সী শিশুকন্যা। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্র জানায়, মীরা বাড়ির পোল এলাকায় প্রবাসী আনিচুর রহমান ওই পাঁচতলা ভবন নির্মান করছেন। ভবন নির্মানের কাজ তদারককারী রানা জানান, পাঁচ/ছয় মাস পূর্বে ছাদসহ রেলিং ঢালাই দেয়া হয়। দুপুরে ঢালাই’র কাঠ খোলার জন্য বাশ সরিয়ে ফেলা হয়। তখন রেলিং ধ্বসে পাশের মাদ্রাসা শিক্ষক মো. ফারুকের দ্বিতল টিনসেট ভবন’র উপর পড়ে। এতে ভবনের টিন ভেঙ্গে মালামাল নিচের কক্ষে পড়ে। সেই কক্ষের খাটের উপর ৭/৮ মাস বয়সী শিশু কন্যা ছিল। ধ্বসে পড়া ঢালাই ও টিন ভেঙ্গে খাটের পাশে পড়ায় প্রানে রক্ষা পেয়েছে ওই শিশু কন্যা।