6:20 pm , June 5, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ ভ্রাম্যমান আদালতের অভিযানের টের পেয়ে নগরীর বাজার রোডে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়েছে ব্যবসায়ীরা। ভেজাল পন্য বিক্রির দায়ে জরিমানা দেয়ার ভয়ে গতকাল মঙ্গলবার দুপুরে ব্যবসায়ীরা পালিয়ে যায়। শুধুমাত্র গতকালই নয়, ইতিপূর্বেও পুরান বাজার এলাকায় এ ধরনের একাধিক ঘটনা ঘটিয়েছেন ওই এলাকার ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখা যায় গতকাল দুইটার দিকে হঠাৎ করেই পুরান বাজার এলাকার সড়ক ব্যবসা প্রতিষ্ঠানের শার্টার বাইরে থেকে বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। দোকানের সার্টার বন্ধ করে যে যার মত করে আশ পাশে পথচারীদের ন্যায় অবস্থান নেন। দেখে মনে হলো কেউ পুরান বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে আসছে। কিন্তু না খোঁজ নিয়ে জানাগেলো ভিন্ন কিছু। ভ্রাম্যমান আদালতের ভয়ে ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে।
ব্যবসায়ীরা জানায়, প্রায়শই জেলা প্রশাসন কার্যালয় এবং ভোক্তা সংরক্ষন অধিদপ্তর থেকে পুরান বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় তারা বিভিন্ন অনিয়মের অভিযোগে ব্যবসায়ীদের বিভিন্ন হারে জরিমানা করে। যা ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হয়। এ কারনে বাজার রোডে অভিযান চালানো হবে শুনেই ব্যবসায়ীরা দোকান বন্ধ করে সড়ে যায়। বিকাল প্রায় ৪টা পর্যন্ত ওই দোকানগুলো বন্ধ রাখার কারনে ক্রেতাদের পড়তে হয় বিপাকে। আদালত ঘটনাস্থল ত্যাগ করার পর পুনরায় খোলা হয় পুরান বাজারের ব্যবসা প্রতিষ্ঠানগুলো।