6:19 pm , June 5, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ কাতার চ্যারিটির পরিচালক ও প্রতারক দেলোয়ার হোসেন ভুট্টোর শাস্তির দাবীতে নগরীতে মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর ফজলুল হক এভিনিউ রোডে জেলা ও দায়রা জজ আদালতের সামনে ওই মানববন্ধন হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক কমিশনার নিগার সুলতানা হনুফা। বক্তব্য রাখেন রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আকতার রহমান সপ্রু জনসংহতি আন্দোলনের আহবায়ক নিলু, ইউপি সদস্য সূর্য বান বিবি, ইউ এন ডিপি উন্নয়ন কর্মী সোহেলী রহমান, নুরুন নাহার পুস্প, রিনা, শামিম প্রমুখ। মানববন্ধনে বক্তারা জানান, ভুট্টো ২০১৬ সাল থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারী মাস পর্যন্ত নগরীর ৩০ টি ওয়ার্ডের গরীব দুঃখী এক হাজার পরিবারের কাছ থেকে গভীর নলকুপ ও ঘর দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা প্রতারনা মূলক আত্মসাৎ করেছে। প্রতারনার ঘটনায় তার বিরুদ্ধে পৃথক দুইটি মামলা হয়েছে। সেই মামলায় র্যাব তাকে গ্রেপ্তার করেছে। বর্তমানে জেলে রয়েছে ভুট্টো। তার বিরুদ্ধে করা মামলা র্যাবকে তদন্তর দাবী করেছে বক্তারা।